Skip to main content

Asia Cup: Rizwan is the best in batting, Bhuvneshwar in bowling

গেল ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পর্দা ওঠে এবারের এশিয়া কাপের।প্রায় অর্ধমাস ব্যাপী চলা এবারের এশিয়া কাপের পর্দা নেমেছে ১১ সেপ্টেম্বর। মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা। এবার হিসাব-নিকাশের পালা, গোটা এশিয়া কাপে ব্যাটে-বলে কেমন খেলেছে ছয় দলের ক্রিকেটাররা? সাধারণত কোনো টুর্নামেন্ট শেষে পারফরম্যান্সের দৌঁড়ে শীর্ষ দলগুলোর ক্রিকেটারই এগিয়ে থাকেন। এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম ঘটেনি। সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়ে নিজের দলকে রানার্সআপের স্বাদ এনে দিয়েছেন তিনি। এবারের আসরে মোট ৬টি ম্যাচ খেলেছেন রিজওয়ান। যেখানে ৩ ফিফটির সুবাদে মোট ২৮১ রান করেছেন তিনি। ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি। ২ ফিফটির সঙ্গে টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিটিও এসেছে তার ব্যাট থেকে। তবে কোহলি ম্যাচ খেলেছেন ৫টি। এছাড়া সেরা তিনজনের মধ্যে অপর ব্যাটসম্যান হলেন আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। তিনিও ৫ ম্যাচ খেলে ১ ফিফটির সাহায্যে করেছেন ১৯৬ রান। এদিকে বল হাতে আলো ছড়িয়েছেন সুপার ফোর থেকে বাদ পড়া ভারতের ভুবনেশ্বর কুমার। ১১ উইকেট শিকার করে সবার শীর্ষে রয়েছেন এই পেসার। ৫ ম্যাচে বোলিং করে ওভারপ্রতি ৬.০৫ রান খরচ করেছেন ভুবনেশ্বর। সেরা বোলিং ফিগার, ৪ রানে ৫ উইকেট শিকার। ৬ ম্যাচ থেকে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন শিরোপাজয়ী দলের লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যার ইকোনমি রেট ৭.৩৯। এছাড়া ৬ ম্যাচ থেকে ৫.৮৯ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। এছাড়া ২১ টি চার মেরে এশিয়া কাপের এই আসরে সবচেয়ে বেশি চার মেরেছেন রিজওয়ান। ৫ ম্যাচে কোহলি চার মেরেছেন ২০ টি। অন্যদিকে ৫ ম্যাচে ১২ টি ছক্কা মেরে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারা ক্রিকেটার হচ্ছেন বিরাট কোহলি এবং আফগানিস্তানের গুরবাজ।

Asia Cup: Rizwan is the best in batting, Bhuvneshwar in bowling

This year’s Asia Cup started in the United Arab Emirates on August 27. This year’s Asia Cup, which lasted for about half a month, ended on September 11. Sri Lanka defeated Pakistan by 23 runs in the final of this continental tournament and took home the title for the sixth time. Now it’s the turn of the reckoning, how did the cricketers of the six teams play with bat-ball in the entire Asia Cup?

Usually at the end of a tournament it is the cricketers of the top teams who are ahead in the performance race. This year’s Asia Cup was no exception. Pakistan’s opener Mohammad Rizwan scored the most runs. He has brought the taste of runner-up to his team by spreading light with the bat in the entire tournament.

Rizwan played a total of 6 matches in this tournament. Where he scored a total of 281 runs with 3 fifties. India’s Virat Kohli is the second-best batsman of the tournament with 276 runs. Along with 2 fifties, the only century of the tournament also came from his bat. But Kohli played 5 matches.

Apart from this, the other batsman in the top three is Afghanistan’s Najibullah Zadran. He also played 5 matches and scored 196 runs with the help of 1 fifty. Meanwhile, India’s Bhuvneshwar Kumar, who was left out of the Super Four, shined with the ball. This pacer is at the top of all by taking 11 wickets.

Bhuvneshwar spent 6.05 runs per over bowling in 5 matches. Best bowling figures, 5 wickets for 4 runs. Leg-spinner Wanindu Hasaranga is number two with 9 wickets from 6 matches. Whose economy rate is 7.39. Besides, Pakistani spinner Mohammad Nawaz is in third place with 8 wickets at 5.89 economy from 6 matches.

Besides, Rizwan hit the highest number of fours in the Asia Cup with 21 fours. Kohli has hit 20 fours in 5 matches. On the other hand, Virat Kohli and Afghanistan’s Gurbaz are the joint highest hitters with 12 sixes in 5 matches.

More in Cricket Article

Five Leading Wicket-Takers in Bangladesh Premier League (BPL) History: A Historical Overview

The Bangladesh Premier League (BPL) has become a cornerstone of cricket in...

Twitter Reactions: India’s pace battery drains Australia down as Jasprit Bumrah bags five in Perth Test

AUS vs IND. (Photo Source: Getty Images) Ace pacer and India captain Jasprit...

BBL 2024: The Battle of the Captains – Leadership Styles and Their Impact on Success

The Big Bash League (BBL) has always been a thrilling showcase of T20 cricket,...