Skip to main content

আজকের ট্রেন্ডিং

হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

বিনা মেঘে যেন বজ্রপাত ঘটল অস্ট্রেলিয়া দলে। হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিই হতে যাচ্ছে তারকা এই ওপেনারের শেষ ওয়ানডে ম্যাচ।ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় অজি অধিনায়কের অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনেক দিন থেকেই এই ফরম্যাটে ফর্মে নেই ফিঞ্চ।

এবছর দেশের হয়ে মোট ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে রান করেছেন সর্বসাকুল্যে ১৬৯। শেষ ১২ ইনিংসের মধ্যে আবার পাঁচবারই আউট হয়েছেন শুন্য রানে। ওয়ানডেতে তার ফর্মহীনতাই তার অবসরের মূল কারন বলে মনে করেন অনেকে।

অবসর প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ” এই যাত্রাটা দারুণ ছিল। বেশকিছু অবিশ্বাস্য স্মৃতিও আছে এখানে। দারুণ একটি ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সমানভাবে নিজেকে ভাগ্যবান মনে করি, যাদের সঙ্গে খেলেছি এবং পর্দার আড়ালে থাকা মানুষগুলোর সাথে কাজ করতে পেরে।’

এদিকে অধিনায়কের বিদায়ে শুভকামনা জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি এক বিবৃতিতে ফিঞ্চের অবসর প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে ফিঞ্চকে অভিনন্দন জানাই, তার সমস্ত অবদানের জন্য। সে ওয়ানডে ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছে। অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে সাহায্য করেছে।’

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৫টি ওয়ানডে খেলেছেন ফিঞ্চ। ২০১৩ সালে অভিষেকের পর থেকে ৩৯.১৩ গড়ে মোট ৫০৪১ রান করেছেন তিনি। ফিঞ্চের ব্যাটে রয়েছে ১৭টি শতক এবং ৩০টি অর্ধশতক।

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই ওপেনার দলকে নেতৃত্ব দিয়েছেন ৫৪ ম্যাচে।২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানান ফিঞ্চ।

ফিঞ্চের নেতৃত্বেই গত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবারো টি টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চের নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে অস্ট্রেলিয়া দল।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...