Skip to main content

আজকের ট্রেন্ডিং

হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

বিনা মেঘে যেন বজ্রপাত ঘটল অস্ট্রেলিয়া দলে। হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিই হতে যাচ্ছে তারকা এই ওপেনারের শেষ ওয়ানডে ম্যাচ।ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় অজি অধিনায়কের অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনেক দিন থেকেই এই ফরম্যাটে ফর্মে নেই ফিঞ্চ।

এবছর দেশের হয়ে মোট ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে রান করেছেন সর্বসাকুল্যে ১৬৯। শেষ ১২ ইনিংসের মধ্যে আবার পাঁচবারই আউট হয়েছেন শুন্য রানে। ওয়ানডেতে তার ফর্মহীনতাই তার অবসরের মূল কারন বলে মনে করেন অনেকে।

অবসর প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ” এই যাত্রাটা দারুণ ছিল। বেশকিছু অবিশ্বাস্য স্মৃতিও আছে এখানে। দারুণ একটি ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সমানভাবে নিজেকে ভাগ্যবান মনে করি, যাদের সঙ্গে খেলেছি এবং পর্দার আড়ালে থাকা মানুষগুলোর সাথে কাজ করতে পেরে।’

এদিকে অধিনায়কের বিদায়ে শুভকামনা জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি এক বিবৃতিতে ফিঞ্চের অবসর প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে ফিঞ্চকে অভিনন্দন জানাই, তার সমস্ত অবদানের জন্য। সে ওয়ানডে ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছে। অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে সাহায্য করেছে।’

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৫টি ওয়ানডে খেলেছেন ফিঞ্চ। ২০১৩ সালে অভিষেকের পর থেকে ৩৯.১৩ গড়ে মোট ৫০৪১ রান করেছেন তিনি। ফিঞ্চের ব্যাটে রয়েছে ১৭টি শতক এবং ৩০টি অর্ধশতক।

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই ওপেনার দলকে নেতৃত্ব দিয়েছেন ৫৪ ম্যাচে।২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানান ফিঞ্চ।

ফিঞ্চের নেতৃত্বেই গত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবারো টি টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চের নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে অস্ট্রেলিয়া দল।

আরো আজকের ট্রেন্ডিং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...