BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

 আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

#image_title

ম্যাচ শেষে পয়েন্ট তালিকাShubman Gill. ( Photo Source: BCCI/IPL )

গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিেলেও সেই দারা বজা রাখল তারা। শুভমন গিলের দুর্ধর্, সেঞ্চুরীটাই সেই রাস্তাটা পরিস্কার করে দিয়েছিল গুজরাত টাইটান্সের। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চলতি আইপিএলের প্রথম দিল হিসাবে আইপিএলের প্লেঅফে জায়গা পাকা করে ফেলল গুজরাত টাইটান্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে সকলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে।

এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচে নেমেছিল গুজরাত টাইটান্স। তাদের সামনে ছিল প্রতম দিল হিসাবে আইপিএলের প্লেঅফে জায়গা পাকা করা. অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের কাছেও এই ম্যাচের গুরুত্ব ছিল অন্যরকম। আইপিএলের প্লেঅফের আসা জিিয়ে রাখার লক্ষ্যই ছিল তাদের সামনে। কিন্তু শেষপর্যন্ত সেই লক্ষ্য পূরণ হল না তাদের। গুজরাত টাইটন্সের কাছে হারের পরই কার্যত এবারের াইপিেলের প্লেঅফের আশা শেষ হয়ে গিয়েছে তারকাখিচত সানরকাইজার্স হায়দরাবাদের। ব্যাটারদের ব্যর্থতাতেই হার সানরকাইজার্স হায়দরাবাদের।

এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে ভুবনেশ্বর কুমারের হাত ধরে লড়াইটা ভালই শুরু করেছিল তারা। কিন্তু আবারও সেই শুভমন গিলের দাপটের সামনেই থামতে হল তাদেরকে। শুভমন গিল এবং সাি সুদর্শনের সেঞ্চুরী রানের পার্টনারশিপ এবং শুভমন গিলের ১০১ রানের ইনিংসটাই গুজরাত টাইটান্সের প্লেঅফের আসনটা পাকা করে দিয়েছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সমানভাবে লড়াইটাই করতে পারেনি  সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথমে ব্যাটিং করে ১৮৮ রান করেছিল গুজরাত টাইটান্স। আইপিএলের মঞ্চে এই রান তাড়া করে জেতার বহু নজির ছিল। কিন্তু সানরপাইজার্স হায়দরাবাদ পারেনি। শুরুতেই মহম্মদ সামির পাওয়ার প্লে-তে ৩টি উইকেট শেষ করে দিয়েছিল সানরাুিজার্স হায়দরাবাদের সমস্ত স্বপ্ন। হেনরিখ ক্লাসেন অর্ধশতরান করতে না পারলে সানরাইজার্স হায়দরাবাদ এদিন ১০০ রানের গন্ডী টপকাতে পারত কিনাতা নিয়েও ছিল সংশয়। গুজরাতের কাছে হেরে ৮ পয়েন্ট নিয়ে আইপিএলের নয় নম্বর স্থানেই রইল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের পয়েন্ট টেবিল

দল
ম্যাচ
জয়
হার
রানরেট
পয়েন্ট
গুজরাত টাইটান্স
১৩


+০.৮৩৫
১৮
চেন্নাই সুপার কিংস
১৩


+০.৩৮১
১৫
মুম্বই ইন্ডিয়ান্স
১২


-০.১১৭
১৪
লখনউ সুপার জায়ান্টস
১২


+০.৩০৯
১৩
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১২


+০.১৬৬
১২
রাজস্থান রয়্যালস
১৩


+০.১৪০
১২
কলকাতা নাইট রাইডার্স
১৩


-০.২৫৬
১২
পঞ্জাব কিংস
১২


-০.২৬৮
১২
সানরাইজার্স হায়দরাবাদ
১২


-০.৫৭৫

দিল্লি ক্যাপিটালস
১২


-০.৬৮৬

The post আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা appeared first on CricTracker Bengali.

Exit mobile version