বিশ্বকাপের মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই বিরাট জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জয় যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। পরিসংখ্যানের বিচারে ধারেভারে ভারতীয় দল যে অনেকটাই এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবুও রশিদ খানদের যে ভারতীয় দল হাল্কা ভাবে নেওয়ার ভুল করবে না তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচের পর এই ম্যাচেও টিম ইন্ডিয়া শিবিরে নেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিল। তাঁর পরিবর্তে প্রথম ম্যাচে খেলেছিলেন ঈশান কিষাণ। যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চেস রানের খাতা খুলতে পারেননি ঈশান কিষাণ। এই ম্যাচেও তাঁর ওপরই ওপেনিংয়ের ভরসা রাখতে চলেছে ভারতীয় দল। গত ম্যাচে বিরাট কোহলি ও লোকেশ রাহুল ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। এই ম্যাচেও যে তাদের ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
অন্যদিকে এবারের বিশ্বকাপের মঞ্চে শুরুটা ভালভাবে করতে পারেনি আফগানিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল আফগানিস্তান। সেখানে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫৬ রানে শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তান। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে আফগানিস্তান। এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে দুই দলের তিনবার সাক্ষত হয়েছে। সেখানেই ২-১-এ এগিয়ে রয়েছে ভারতীয় দল।
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
ম্যাচ – ভারত বনাম আফগানিস্তান
সময় – ভারতীয় সময় দুপুর ২টো
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার
পিচ কন্ডিশন
অরুণ জেটলি স্টেডিয়ামে বরাবরই ব্যাটাররা একটু বেশী সুবিধা পেয়ে থাকে। এই ম্যাচেও মনে করা হচ্ছে যে পাওয়ার হিটাররা বাড়তি সুবিধা পাবেন। তবে মিডিয়াম পেসার ও স্পিনাররা এই পিচ থেকে সুবিধা পেতে পারেন। তবে সেটা ব্যাটারদের মতো সুবিদা তারা পাবেন না। টস জিতলে এখানে অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন।
ভারত বনাম আফগানিস্তান সম্ভাব্য একাদশ
ভারতঃ
রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব
আফগানিস্তানঃ
রহমনুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শা, হসমতউল্লাহ শাহিদি, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জারদান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমন, নবীন উল হক, ফজলহক ফারুকি
ভারত বনাম আফগানিস্তান হেড টু হেড
ম্যাচ – ৩
ভারত – ২
আফগানিস্তান – ১
আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী: ভারত ম্যাচ জিতবে
ডিসক্লেইমার: ভবিষ্যদ্বাণীটি লেখকের বোঝার, বিশ্লেষণ এবং প্রবৃত্তির উপর ভিত্তি করে। আপনার ভবিষ্যদ্বাণী করার সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।
ক্রিকেট বিশ্বে শীর্ষে থাকতে চান? আমাদের সমস্ত Match Predictions, সূক্ষ্ম বিশ্লেষণ, এবং আপনার প্রিয় ওডিআই বিশ্বকাপের সবকটি ম্যাচের সাম্প্রতিক আপডেট পেতে BJSports-এ যান। কখনও মিস করবেন না এবং এখনই অ্যাকশনে যোগ দিন!
The post বিশ্বকাপ ২০২৩, ভারত বনাম আফগানিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং হেড টু হেড appeared first on CricTracker Bengali.