BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও ম্যাচ বিবরণী

বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও ম্যাচ বিবরণী

#image_title

শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে বাংলাদেশ। এই মুহূর্তে দুই দলই পয়েন্ট টেবিলে কার্যত একই জায়গাতে রয়েছে। দুই দলই এখনও পর্যন্ত মাত্র একটি করে ম্যাচ জিততে পেরেছে।  একের পর এক ম্যাচ হারের পর এই মুহূর্তে সমালোচনায় বিধ্বস্ত বাংলাদেশ শিবির। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে পারলে যে বাংলাদেশ শিবিরে তা খানিকটা হলেও অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে প্রস্তুতি। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে নামতে চলেছে এবার বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছে না বাংলাদেশ ব্রিগেড। সেইসহ্গে ফর্মে নেই তাদের তারকা অধিনায়ক সাকিব অস হাসান। এটা যে বাংলাদেশ শিবিরের চিন্তা অনেকটাই বাড়াচ্ছে তা  বেশ স্পষ্ট। যদিও সেষ ম্যাচে মাহমুদুল্লাহ সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। সেই পারফর্ম্যাম্স  নেদারল্যান্ডসের বিরুদ্ধে দেখাতে পারলে যে জয়ের রাস্তায় অনেকটাই এগিয়ে যেতে পারবে বঙ্গ ব্রিগেড তা বলার অপেক্ষা রাখে না।  সেই মতোই চলচে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে। সেখানকার পিচের প্রকৃতি কেমন তারকবে তা নিয়ে তো সকলেরই কৌতূহল দেখার মতো। এবার সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। শেষপর্যন্ত বাংলাদেশ অধিনায়কের মুখে হাসি ফোটে কিনা তা তো সময়ই বলবে। বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন সাকিব অল হাসান।


সম্প্রচার বিবরণী

সময় – ভারতী সময় দুপুর ২ টো

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার


ইডেনের পিচ কন্ডিশন

ইডেন গার্ডেন্সের পিচ সম্প্রতি ব্যাটারদের পক্ষেই বেশীরভাগ সময় থাকছে। এখানে স্ট্রোক ক্রিকেট খানিকটা হলেও সকলকে সাহায্য করবে এবং মনে করা হচ্ছে যে ইডেন গার্ডেন্সেও এবার বড় রান হতে পারে। সেইসঙ্গে এখানে বড় রান তাড়া করে জেতারও একটা সম্ভাবনা রয়েছে। এই পিচে টস জিতে প্রথমে বোলিং নিয়ে রান তাড়া করার সিদ্ধান্ত সঠিক হতে পারে।


বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সম্ভাব্য একাদশ

বাংলাদেশঃ

বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও ম্যাচ বিবরণী
বাংলাদেশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব অল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহিদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শোরিপুল ইসলাম

নেদারল্যান্ডসঃ

নেদারল্যান্ডস

বিক্রমজিত্ সিং, ম্যাক্স ও ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডে লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ফান উইক, রোয়েলফ ফান ডার মারউই, আরিয়ান দত্, পল ফান মিকরেন


বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস হেড টু হেড

ম্যাচ
বাংলাদেশ জয়ী
নেদারল্যান্ডস জয়ী

আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী: বাংলাদেশ ম্যাচ জিতবে

 

ডিসক্লেইমার: ভবিষ্যদ্বাণীটি লেখকের বোঝার, বিশ্লেষণ এবং প্রবৃত্তির উপর ভিত্তি করে। আপনার ভবিষ্যদ্বাণী করার সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।

 

ক্রিকেট বিশ্বে শীর্ষে থাকতে চান? আমাদের সমস্ত Match Predictions, সূক্ষ্ম বিশ্লেষণ, এবং আপনার প্রিয় ওডিআই বিশ্বকাপের সবকটি ম্যাচের সাম্প্রতিক আপডেট পেতে BJSports-এ যান। কখনও মিস করবেন না এবং এখনই অ্যাকশনে যোগ দিন!

The post বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও ম্যাচ বিবরণী appeared first on CricTracker Bengali.

Exit mobile version