সিএসকে বনাম এমআই এর ম্যাচ হাইলাইটস
বৃহস্পতিবার আইপিএল ২০২২ এর ৫৯তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোলারদের অসাধারণ বোলিং পারফর্মেন্সে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ৩১ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস (এমআই)। এমআই এর এই জয়ের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে এবারের আইপিএলের গ্রুপ পর্ব থেকে সিএসকে এর বিদায় নিশ্চিত হয়েছে।
টসে জিতে এমআই এর অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং করার সিধান্ত নেন এবং সিএসকে’কে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে এমআই এর বোলারদের আগ্রাসী বোলিংয়ে শুরু থেকেই মহা বিপর্যয়ে পড়ে যায় সিএসকে। দলীয় ৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।
যেখানে ডেভন কনওয়ে ও মঈন আলী শূন্য রানে এবং রবিন উথাপ্পা ১ রান করে সাজঘরে ফিরেন। এরপর ৭ রান করে বিদায় নেন ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকে এর হয়ে একাই লড়াই করে গেছেন অধিনায়ক এমএস ধোনি।
৪ চার ও ২ ছক্কায়, ৩৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ধোনি; কিন্তু অন্যপ্রান্তে আর কোনো ব্যাটারই লড়াই করতে পারেনি। যার ফলে ১০০ রানও করতে পারেনি তারা। আম্বাতি রাইডু করেন ১০ রান। শিবাম দুবে করেন ১০ রান। ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে আসে ১২ রান।
সিমারজিত সিং ২ এবং মহেশ থিকসানা কোনো রান না করে আউট হয়ে যান। শেষ ব্যাটার হিসেবে মুকেশ চৌধুরী ৪ রান করে রানআউট হন। শেষ পর্যন্ত ১৬ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান তুলতে সমর্থ হয় সিএসকে।
এমআই এর হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ড্যানিয়েল সামস। কুমার কার্তিকিয়া ও রাইলি মেরেডিথ ২টি এবং যশপ্রীত বুমরাহ ও রামানদীপ সিং ১টি করে উইকেট তুলে নেন।
৯৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এমআই। যদিও শুরুতে ইশান কিশান এবং ড্যানিয়েল শামসের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল তাঁরা। ইশান কিশান করেন ৬ এবং ড্যানিয়েল শামস করেন ১ রান করে সাজঘরে ফিরেন।
কাইরন পোলার্ডের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়া ট্রিস্টান স্টাবস কোনো রান না করেই আউট হয়ে যান। রোহিত শর্মা করেন ১৮ রান। এরপর আর কোন বিপদ ঘটতে দেননি তিলক বার্মা ও ঋত্বিক শোকেন। এই দুজন মিলে পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে তোলেন।
ঋত্বিক ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে ফেলেও ৩২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিলক বার্মা। টিম ডেভিডও ৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১০৩ রান করে থামে এমআই এর ইনিংস।
সিএসকে এর হয়ে মুকেশ চৌধুরী ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বাধিক ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সিমারজিৎ সিং ও মঈন আলী ১টি করে উইকেট তুলে নেন।
১২ ম্যাচে তিন জয় ও নয় হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস। অপরদিকে, ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস এখন স্ট্যান্ডিংয়ের ৯ম স্থানে রয়েছে।
সিএসকে বনাম এমআই এর স্কোরবোর্ড
চেন্নাই সুপার কিংস – ৯৭/১০ (১৬.০)
মুম্বাই ইন্ডিয়ানস – ১০৩/৫ (১৪.৫)
ফলাফল – মুম্বাই ইন্ডিয়ানস ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ড্যানিয়েল সামস
সিএসকে বনাম এমআই এর ম্যাচের এওয়ার্ড
এওয়ার্ড এর নাম | খেলোয়াড়ের নাম | দল |
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ | রোহিত শর্মা | এমআই |
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ | মুকেশ চৌধুরী | সিএসকে |
লেট’স ক্র্যাক ইট সিক্স | টিম ডেভিড | এমআই |
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ | রাইলি মেরেডিথ | এমআই |
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ | ড্যানিয়েল সামস | এমআই |
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ | মুকেশ চৌধুরী | সিএসকে |
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ | এমএস ধোনি | সিএসকে |
ম্যান অফ দ্য ম্যাচ | ড্যানিয়েল সামস | এমআই |