BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৩ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ১১) – ম্যানচেস্টার অরিজিনালস বনাম ট্রেন্ট রকেটস

ম্যানচেস্টার অরিজিনালস বনাম ট্রেন্ট রকেটস

ম্যানচেস্টার অরিজিনালস বনাম ট্রেন্ট রকেটস (ম্যাচ ১১) – হাইলাইটস

দ্য হান্ড্রেড ২০২২ এ শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হাই-স্কোরিং ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালস এর বিপক্ষে ৬ বল হাতে রেখে ৮ উইকেটের এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ট্রেন্ট রকেটস। ট্রেন্ট রকেটস এর এই জয়ে মূল ভুমিকা পালন করেন ওপেনার ডেভিড মালান। ৪৪ বলে অপরাজিত ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ট্রেন্ট রকেটস এর অধিনায়ক লুইস গ্রেগরি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং ম্যানচেস্টার অরিজিনালসকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল স্কোর সংগ্রহ করে ম্যানচেস্টার অরিজিনালস।

ব্যাটিংয়ে নেমে ম্যানচেস্টার অরিজিনালসকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার এবং ফিলিপ সল্ট। এই দুই ব্যাটার মিলে উদ্বোধনী জুটিতেই ৮৪ রান তুলে নেন। যেখানে পাওয়ার প্লে’র প্রথম ২৫ বলে ৩৯ রান তুলে নেয় তারা। ৩ চার ও ২ ছক্কায়, ২৫ বলে ৪১ রান করে সাজঘরে ফিরেন অধিনায়ক বাটলার।

এরপর আন্দ্রে রাসেল ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি। ১০ বলে ১৬ রান করেন তিনি। তবে উইকেটের অপরপ্রান্তে একাই খেলে যাচ্ছিলেন ওপেনার ফিলিপ সল্ট। যার ফলস্বরূপ ২৮ বলে দলীয় ৫০ রান এবং ৬৬ বলে দলীয় ১০০ রান অতিক্রম করে ফেলে ম্যানচেস্টার অরিজিনালস।

৩৭ বলে নিজের অর্ধ-শতক তুলে নেন ফিলিপ সল্ট। অন্যদিকে ট্রিস্টান স্টাবস এবং লরি ইভান্স দুইজনে দুটি ঝড়ো ইনিংস খেলেন। ১০ বলে ২৭ রান করেন স্টাবস, যার ২৪ রানই এসেছে ৪টি ওভার-বাউন্ডারি থেকে। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন লরি ইভান্স। যার ফলে ইনিংসের শেষ ১২ বলে ৩৯ রান তুলতে সমর্থ হয় ম্যানচেস্টার অরিজিনালস।

৬ চার ও ২ ছক্কায়, ৪৬ বলে অপরাজিত ৭০ রানের কার্যকারী ইনিংস খেলে মাঠ ছাড়েন সল্ট। অপরদিকে ১ চার ও ২ ছক্কায়, ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন লরি ইভান্স। ট্রেন্ট রকেটসের হয়ে ২০ বলে ২০ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন স্পিনার সামিত প্যাটেল। এছাড়া তাবরিজ শামসি ১টি উইকেট তুলে নেন।

১৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচটি নিজেদের করে নেয় ট্রেন্ট রকেটস। পাওয়ার প্লে’র ২৫ বলে কোন উইকেট না হারিয়ে ৬০ রান তুলে নেয় তারা। এরপর দলীয় ৮৫ রানে ওপেনার অ্যালেক্স হেলস (২০ বলে ৩৮) সাজঘরে ফিরে গেলেও অপরপ্রান্তে ডেভিড মালান একাই ধ্বংসযজ্ঞ চালাতে থাকেন।

মালান শেষ পর্যন্ত ৪৪ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর এই ইনিংসে ছিল ৩টি চারের সাথে ৯টি ছক্কার মার। এর আগে, টম কোহলার-ক্যাডমোর ১৭ বলে ৩০ রান করেন। এছাড়া ১৪ অপরাজিত ২০ রান করেন ইয়ান ককবেইন। ম্যানচেস্টার অরিজিনালস এর হয়ে টম হার্টলি এবং ম্যাথু পার্কিনসন ১টি করে উইকেট তুলে নেন।

টুর্নামেন্টে টানা ৩য় জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে ট্রেন্ট রকেটস। অপরদিকে ম্যানচেস্টার অরিজিনালস টানা তিন ম্যাচে পরাজিত হয়ে এখন পয়েন্ট টেবিলের ৭ম স্থানে অবস্থান করছে।


ম্যানচেস্টার অরিজিনালস বনাম ট্রেন্ট রকেটস এর স্কোরবোর্ড

ম্যানচেস্টার অরিজিনালস – ১৮৯/৩ (১০০)

ট্রেন্ট রকেটস – ১৯৩/২ (৯৪)

ফলাফল – ট্রেন্ট রকেটস ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভিড মালান


ম্যানচেস্টার অরিজিনালস বনাম ট্রেন্ট রকেটস ম্যাচের একাদশ

ম্যানচেস্টার অরিজিনালস জস বাটলার (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেট রক্ষক), লরি ইভান্স, ওয়েন ম্যাডসেন, পল ওয়াল্টার, ট্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেল, শন অ্যাবট, ফ্রেড ক্ল্যাসেন, টম হার্টলি এবং ম্যাথু পার্কিনসন।
 ট্রেন্ট রকেটস লুইস গ্রেগরি (অধিনায়ক), টম কোহলার-ক্যাডমোর (উইকেট রক্ষক), অ্যালেক্স হেলস, কলিন মুনরো, ইয়ান ককবেইন, সামিত প্যাটেল, ডেভিড মালান, ড্যানিয়েল সামস, লুক ফ্লেচার, লুক উড এবং তাবরিজ শামসি।
Exit mobile version