Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)
ঘরের মাঠে বিশ্বকাপ। সেখানেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। এখনও পর্য়ন্ত বিশ্বকাপের মঞ্চে অপরাজিত তকমা অক্ষুন্ন রেখেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেই ধৃধারা তারা বজায় রাকতে পারে কিনা তা তো সময়ই বলব। কিউই বাহিনী যে ভারতের দিকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও রাহুল দ্রাবিড়ের মুখে তার আগে অন্য চ্যালেঞ্জের কথা। তাঁর মতে এর আগে ভারতীয় দল নিজেদেরকেই একটা চ্যালেঞ্জ দিয়েছিল। আর সেখানে সফলও হয়েছিল।
সেমিফাইনালের মঞ্চে নামার আগে ৯টি আলাদা ভেন্যুতে খেলাই ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেইসঙ্গে সেখানে নিজেদের সাফল্য ধরে রাখাটা আরও বড় চ্যালেঞ্জ ছিল টিম ইন্ডিয়ার সামনে। সেই কথাই সেমিফাইনালের আগে রাহুল দ্রাবিড়ের মুখে শোনা গেল। ৯টি আসাদা ভেন্যুতে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চ্যালেঞ্জ ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেরাই নিজেদের দিয়েছিলেন। আর তাতেই সাফল্য এসেছে বলে মনে করছেন ভারতীয় দলের অধিনায়ক।
এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে অপরাজিত রয়েছে ভারতীয় দল
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের মঞ্চে একমাত্র দল হিসাবে লিগ পর্বের ৯টি ্মযাচই আলাদা আসাদা ৯টি ভেন্যুতে খেলেছে টিম ইন্ডিয়া। আর সেটা যে তাদের সামনে অন্যতম একটা বড় চ্যালেঞ্জ ছিল তা বলতে কোনও দ্বিধা নেই ভৈরতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মতে। সেই চ্যালেঞ্জটা ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেরাই নিজেদজের মতো করে নিয়েছিসেন বলে জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এবার তারা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই কঠিন চ্যালেঞ্জ সামাল দিকে পারে কিনা তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “বিশ্বকাপের আগে আমরা আমাদের জন্য একটা ছোট চ্যালেঞ্জ নিয়েছিলাম। ৯টি শহরেই আমদের অসংখ্য ভক্ত ও সমর্থক রয়েছে। আর তাদের প্যাশন সম্বন্ধেও জানি আমরা। সেখানেই আমরা চেয়েছিলাম আমাদের সেরা পারফরম্যান্সটা দেখাতে এবং একটা ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে। আর আমি মনে করি আমাদের দলের ছেলেরা সেই ডাকে অত্যন্ত ভালভাবে সাড়া দিয়েছেন এবং যথেষ্ট ভালভাবে নিজেদের কাজ করেছেন”।
এবারের বিশ্বকাপের মঞ্চে অপরাজিত রয়েছে ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে নামবে ভারত। সেখানেও তারা নিদেজের পারফরম্যান্স বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post ৯টি ভেন্যুতে খেলাটাই ভারতের কাছে অন্যতম চ্যালেঞ্জ ছিল, জানাচ্ছেন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.