Mohammed Siraj. ( Image Source: twitter/ICC )
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের মহম্মদ সিরাজ। প্রথম দিন সেভাবে ভারতীয় দলের বোলাররা সফল হতে না পারলেো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন কিন্তু দাপুটে পারপরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের বোলারর। বিশেষ করে নজর কেড়েছেন মহম্মদ সিরাজ। যে ট্রেভিস হেড ভারকতী. দলের দলের বিরুদ্ধ প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁকেই সাজঘরে পিরিয়ে ভারকতীয় শিবিরকে প্রধান স্বস্তি এনে দিয়েছিলেন মগম্মদ সিরাজ। দ্বিতীয় দিনের শেষে নিজের পরিকল্পনা নিয়েই মুখ খুলেছেন মহম্মদ সিরাজ।
প্রথম দিনই স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। দ্বিতীয় দিনও যদি তারা বেশীক্,ণ ক্রিুজে থাকতেন তাহলে ভারতের বিরুদ্ধে যে আরও বড় রান অস্ট্রেলিয়া করত তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিনের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। ট্রেভিস হেডকে আটকানোর জন্য ক্রমাগত বাউন্সারের পরিকল্পনাই ছিল এদজিন মহম্মদ সিরাজ। আর তাতেই সাফল্য পেয়েছেন েই তারকা ক্রিকেটার।
টেস্টের মঞ্চে কেরিয়ারের ৫০টি উইকেট নিলেন মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম ইনিংসে একমাত্র সফল বোলার মহম্মদ সিরাজ। ১০৮ রান দিয়ে তিনিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় দিন ট্রেভিস হেডের উইকেট দিয়েই সেই যাত্রাটা সুরু করেছিলেন তিনি। সেই মঞ্চেই আবার চটেস্ট কেরিয়ারেরে ৫০ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন মহম্মদ সিরাজ। ম্যাচ শেষেই তাজের বোলিং পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন মহম্মদ সিরাজ। ট্রেভিস হেডের মতো ব্যাটারের বিরুদ্ধে শুরু থেকেই বাউন্সারের পরিকল্পনা ছিল তাদের। জানিয়েথেন মহম্মদ সিরাজ।
তিনি জানিয়েছেন, আমরা ট্রেভিস হেডকে শুধুমাত্র বাইন্সার দেওয়ার পরিকল্পনাই করেছিলাম এদিন। তাতে যদি তিনি বড় শটও খেলেন, তবে তাই হোক। নিজেদের সেই পরিকল্পনাতেই দাঁড়িয়েছিলাম এবং শেষপর্যন্ত সাফল্য এসেছিল আমাদের। সেখানেই রান কম দিয়ে তাদের ওপর ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছিলাম আমরা, সেটাও যথেষ্ট সাহয্য করেছিল আমাদের। প্রথম দিনও অবশ্য বাউন্সারের চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সেভাবে কাজে লাগেনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টের মঞ্চে যাত্রা শুরু হয়েছিল মহম্মদ সিরাজের। সেই অজিদের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ারের প্রথম মািলস্টোনটাও গড়েছেন এই তারকা ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনই টেস্ট কেরিয়ারে ৫০টি উইকেট নেওয়ার মাইলস্টোন গড়েছিলেন মহম্মদ সিরাজ। তাঁর প্রশংসাতেই এখন সকলে।
The post ৪ উইকেট নেওয়ার পর ট্রেভিস হেডকে ফেরানোর পরিকল্পনা জানালেন মহম্মদ সিরাজ appeared first on CricTracker Bengali.