Rishabh Pant. (Photo Source: Instagram/RishabhPant)
শুক্রবার ৪২-এ পা দিয়েছেন এমএস ধোনি। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনা.কের কতমা রয়েছে তাঁর গায়েই। তাঁর জন্মদিন ঘিরে যে গোটা দেশ থেকে শুভেচ্ছা বার্তার ঢল নামবে তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়া জুড়ে এদিন ধোনির জন্মদিন ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। বরাবরই এমএস ধোনিকে নিজের গুরু মেনে এসেছেন ঋষভ পন্থ। এই মুহূর্তে ধোনির কাছে যাওয়া সম্ভব নয় ঋষভ পন্থের পক্ষে। তাতে কী হয়েছে নিজেই কেক কেটে এমএস ধোনিরক জন্মদিন উদযাপন করছেন ঋষভ পন্থ। আর তা দেখেই আপ্লুত হয়েছেন সকলে।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সউল অধিনায়ক এমএস ধোনি। তাঁর হাত ধরেই সবচেয়ে বেশী ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে এমএস ধোনিকে প্রথখমবার ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। প্রথমেই কঠিন দায়িত্ব ওঠে তাঁর ওপর। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব উঠেছিল মহেন্দ্র সিং ধোনির কাঁধে। প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছিলেন তিনি। তাঁর হাত ধরে প্রথমবারই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।
বিরাট দূর্ঘটনার জেরে এখনও মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ
এরপর থেকে সাফল্যের রাস্তা ধরে এমএস ধোনি ক্রমশই এগিয়ে গিয়েছেন। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল ভারতীয় দলের। এমএস ধোনির হাত ধরেই সেই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেখানেি ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রধান কারিগড় ছিলেন এমএস ধোনি। ফাইনালের মঞ্চে তাঁর সেই পারফরম্যান্স এখনও যেন সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ধোনির জবন্মদিন যে সকলের কাছেই অত্যন্ত প্রিয় তা বলার অপেক্ষা রাখে না।
An inspiration to so many people across the country. Thanks for everything you have done for the Indian cricket. Happy birthday Mahi bhai! ❤️🙌
— Rishabh Pant (@RishabhPant17) July 7, 2023
এর আঈগে বিভিন্ন সময়ই নানান পরামর্শ নেওয়ার জন্য এমএস ধোনির কাছে ছুটে গিয়েছেন ঋষভ পন্থ। ধোনিকে বরাবরই নিজের আদর্স হিসাবে মানেন তিনি। খেলার ক্ষেত্রেও ধোনিকে নকল করার চেষ্টা দেখা যায় এই তরুণ উইকেটকিপারের মধ্যে। সুস্থ থাকলে হয়ত ধোনির কাছেই তাঁর জন্মদিনের দিন যেতেন তিনি। কিন্তু সেটা সম্ভব হয়নি। এই মপহূর্তে বিরাট চোট আঘাত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন এই তরুণ তারকা ক্রিকেটার। তারই মাঝে এমএস ধোনির জন্মদিনের সেলিব্রেশনে মেতে রয়েছেন ঋষভ পন্থ।
নিজেই কাটলেন এমঅএস ধোনির জন্মদিনের কেক। ২০২০ সালে হঠাত্ই সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এমএস ধোনি। তিনিই একমাত্র অধিনায়ক যাঁর ঝুলিতে রয়েছে আইসিসির তিনটি ট্রফিই। সেই ক্যাপ্টেন কুলই এদিন ৪২-এ পা দিলেন।
The post ৪২-এ পা এমএস ধোনির, কেক কেটে জন্মদিন উদযাপন ঋষভ পন্থের appeared first on CricTracker Bengali.