Virat Kohli. (Image Source: IPL/BCCI)
আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কী বিরাট কোহলিকে খেলানো উচিত্। এবারের আইপিএলের পর থেকে অএই বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তী তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। এখনই বিরাট কোহলির আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে কোনওরকম মন্তব্য করার সময় আসেনি বলেই মনে করছেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও একটা আইপিএল রয়েছে। সেখানেই বিরাট কোহলিকে পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নেওয়া উচিত্ বলেই মনে করছেন তিনি।
এবারের আইপিএলে রয়্যাল ্চযৈালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুরন্ত ফর্মে চিলেন বিরাট কোহলি। জোড়া সেঞ্চুরী এসেছিল তাঁর ব্যাটে। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। শেষ দুই ম্যাচে বিরা কোহলির পারপরম্যান্স নিয়ে এখনও আলোচনা অব্যহত। আগামী ২০২৪ সালে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে বিরাট কোহলিকে দেখা যেতে পারে কি্না তা নিয়েই চলছে নানান আলোচনা। তবে এখনই কোবনওরপরকম মন্তব্য করতে নারাদজ প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।
২০২৩ সাালের আইপিএলে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন বিরাট কোহলি
তাঁর মতে এখনও অনেকটাই সময় রয়েছে সেই নিয়ে কোনওরকম আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার।কারণ সেই বূিশ্বকাপের আগেও একটি ইপিএল হবে। সেখানে বিরাট কোহলির পারফরম্যান্স দেখার পরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তারুণ্যের ওপরই জোর দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই বিরাট কোহলিকে সেই দলে দেখা যেতেপারে কিনা তা নিয়েও নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “বিরাট কোহলির ফর্ম সেই সময়ই পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে সেই বিষয় নিয়ে আসোচনা করার মতো পরিস্থিতি আসেনি। যদি এই মূহূর্তে বারতীয় দলের কোনও আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা নিয়ে কথা বার্তা হয়ে থাকে, সেই ম্যাচ রয়েছে গামী জুন মাসে। সেক্ষেত্রে বলা যেচেই পারে যে সেই দলে বিরাট কোহলি একেবারেই রয়েছেন। যে ধরণের ফর্ম তিনি এবার প্রদর্সন করেছেন”।
এবারের আইপিএলের সুরু থেকেই বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝড়। সেইসঙ্গে শেষ দুই ্মযাচে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর ঝলক সকলকেই নানান প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। এবারের আইপিএলে ১৪ ম্যাচ খেলে বিরাট কোহলির রান রয়েছে ৬৩৯।
The post ২০২৪ আইপিএলের পরই বিরাটের টি২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে, মনে করছেন সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.