BJ Sports – Cricket Prediction, Live Score

২০২২-২৩ মরসুমের জন্য ভারতীয় মহিলা দলের বার্ষিক চুক্তি ঘোষণা করল বিসিসিআই

 ২০২২-২৩ মরসুমের জন্য ভারতীয় মহিলা দলের বার্ষিক চুক্তি ঘোষণা করল বিসিসিআই

#image_title

India Women’s Team. (Photo Source: Twitter)

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় মহিলা দলের জন্য বার্ষিক চুক্তি ঘোষণা করেছে। ভারতের শীর্ষ ক্রিকেট সংস্থা ২৭শে এপ্রিল, বৃহস্পতিবার, ২০২২-২৩ মরসুমের জন্য খেলোয়াড়দের তিনটি বিভাগে বার্ষিক চুক্তি দিয়েছে।

সম্প্রতি উইমেন’স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কউর গ্রেড ‘এ’-র শীর্ষ চুক্তি পেয়েছেন। তারকা ওপেনার স্মৃতি মান্ধনার ও তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মাও গ্রেড ‘এ’-তে স্থান পেয়েছেন। গ্রেড ‘বি’ থেকে দীপ্তি শর্মার পদোন্নতি হয়েছে। বর্ষীয়ান ভারতীয় স্পিনার পুনম যাদ গতবার গ্রেড ‘এ’-তে থাকলেও, বিসিসিআই এই মরসুমের বার্ষিক চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায় তাঁর নাম রাখেননি। সামগ্রিক তালিকায় অন্তর্ভুক্ত খেলোয়াড়ের সংখ্যা ১৯ থেকে ১৭-তে নামিয়ে আনা হয়েছে।

চুক্তিবদ্ধ খেলোয়ড়দের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের। সদ্য ঘোষিত খেলোয়াড় চুক্তিতে গ্রেড ‘বি’-তে উঠে এসেছেন তিনি। জেমিমাহ্‌ রড্রিগস, শাফালি ভার্মা ও রাজেশ্বরী গায়কওয়াড় তাঁদের গ্রেড বি চুক্তি বজায় রেখেছেন।

রাধা যাদবকে গ্রেড ‘বি’ থেকে গ্রেড ‘সি’-তে অবনমিত করা হয়েছে। পূজা ভাস্ত্রাকার ও হারলিন দেওলকে গ্রেড ‘সি’-তেই রেখে দেওয়া হয়েছে। উপরন্তু, পুনম রাউত, শিখা পান্ডে, তানিয়া ভাটিয়া (গতবার গ্রেড ‘বি’ চুক্তি পাওয়া) এবং মানসী জোশি, প্রিয়া পুনিয়া ও অরুন্ধতী রেড্ডি (গতবার গ্রেড ‘সি’ চুক্তি পাওয়া)-কে চুক্তির আওতায় আনা হয়নি।

বার্ষিক চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সম্পূর্ণ তালিকা

গ্রেড ‘এ’ – হারমানপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা

গ্রেড ‘বি’ – রেণুকা ঠাকুর, জেমিমাহ্‌ রড্রিগস, শাফালি ভার্মা, রিচা ঘোষ, রাজেশ্বরী গায়কওয়াড়

গ্রেড ‘সি’ – মেঘনা সিং, দেবিকা বৈদ্য, সাব্বিনেনি মেঘনা, অঞ্জলি সারভানি, পূজা ভাস্ত্রাকার, স্নেহ রানা, রাধা যাদব, হারলিন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া

এটা লক্ষণীয় যে বিসিসিআই গত বছর ভারতীয় মহিলা দলের জন্য সমান বেতন প্রবর্তনের প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছিল মহিলা ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বেতনের ব্যবধান ঘোচানোর প্রয়াসে। মহিলা ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও, মহিলা ক্রিকেটারদের জন্য বার্ষিক চুক্তি অপরিবর্তিত রয়ে গেছে।

সর্বোচ্চ বন্ধনীর গ্রেড ‘এ’ চুক্তির জন্য বার্ষিক ৫০ লাখ টাকা দেওয়া হবে। গ্রেড ‘বি’ ও গ্রেড ‘সি’-এর অধীনে থাকা খেলোয়াড়রা যথাক্রমে বার্ষিক ৩০ লাখ ও ১০ লাখ টাকা পাবেন।

The post ২০২২-২৩ মরসুমের জন্য ভারতীয় মহিলা দলের বার্ষিক চুক্তি ঘোষণা করল বিসিসিআই appeared first on CricTracker Bengali.

Exit mobile version