BJ Sports – Cricket Prediction, Live Score

২০২২ টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণায় রবিচন্দ্রন অশ্বিন

 ২০২২ টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণায় রবিচন্দ্রন অশ্বিন

#image_title

Ravichandran Ashwin. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

গত মঙ্গলবারই ওডিআই বিশ্বকাপের সূচী ঘোষণা করেছে  আইসিসি। সেখানেই ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করবে ভারতীয় দল। তবে বিশ্বকাপের সূচী প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর একটি ম্যাচের দিকে রয়েছে। ১৫ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সেদিন আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। সেই ম্যাচের দিন ঘোষণা হওয়ার পরই ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণায় রবিচন্দ্রন অশ্বিন।

ওডিআই বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও সেই ধারা অব্যহত রেখেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ২০২১ সালের বিশ্বকাপেই সেই পরিসংখ্যান বদলেছিল। যদিও ঘুরে দাঁড়াতে খুব একটা বেসী সময় নেয়নি ভারতীয় দল। ২০২২ সালেই পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। ২০২২ সালের বিশ্বকাপেও প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলির হাত ধরে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল।

২০২২ টি টোয়েন্টি পাকিস্তানের বিরুদ্ধে উইনিং শট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন

কিন্তু সেই ম্যাচেই ভারতীয় দলের উইনিং শট কিন্তু নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই পরিস্থিতিতে তিনি যে কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তার আগেই দীনেশ কার্তিক আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। আর সেই দেখেই যে কার্যত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তা বলতে দ্বিধা নেই এবং সেই পরিস্থিতিতে তিনি য়ে দীনেশ কার্তিকের ওপর বেশ ক্ষুব্ধই হয়েছিলেন সেই কথাও বলতে পিছপা হননি এই তারকা ক্রিকেটার। এবার সেই প্রসঙ্গেই স্মৃতিচারণা করেছেন তিনি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সেই পরিস্থিতি এই কঠিন কাজটা করার জন্য আমি কার্যত দীনেশ কার্তিককে মনে মনে শাপই দিচ্ছিলাম। সেই একটি বল খেলার জন্য বিরাট কোহলি যেন আমাকে সাতটা অপশন দিয়েছিলেন। আমি যদি সেই সাতটা শটের মধ্যে একটি খেলতে পারতাম তবে আর আট নম্বরে ব্যাটিং করতে হত না। আমি তখন বিরাট কোহলির দিকে তাকিয়েছিলাম। দেখে মনে হয়েছিল তাঁরক ওপর যেন কিছু একটা ভর করেছিল। তখন মনে মনে বলেছিলাম তিনি এখন অন্ গ্রকহে রয়েছে, আমাকে ফিরে আসতে হবে পৃথিবীতে”।

সেই ম্যাচে বিরাট কোহলি কার্যত একা হাতেই সেই ম্যাচ জিতিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর ৮২ রানের িনিংসের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল পাকিস্তান শিবির।

The post ২০২২ টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণায় রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version