BJ Sports – Cricket Prediction, Live Score

হ্যালি ম্যাথুজের পারফর্ম্যান্সে মুগ্ধ জফরা আর্চার

 হ্যালি ম্যাথুজের পারফর্ম্যান্সে মুগ্ধ জফরা আর্চার

#image_title

Haley Mathews. ( Photo Source: WPL )

জয়ের ধারা অব্যহত মুম্বই ইন্ডিয়ান্সের। সদ্য শুরু হয়েছে মহিলাদের আইপিএল। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের ক্রিকেটারক হ্যালি ম্যাথুজ। তাঁর পারফরম্যান্স দেখার পরই প্রশংসায় ভরিয়ে দিলেন ইংল্যান্ড তারকা তথা মুম্বই ইন্ডিয়ান্স পুরুষ দলের ক্রিকেটার জফরা আর্চার। গোটা মরসুমে হ্যালি ম্যাথুজের থেকে এমন পারফর্ম্যান্স দেখার অপেক্ষাতেই এখন রয়েছেন জফরা আর্চার। সেই বার্তাই দিলেন জফরা আর্চার।

গতবারের মেগা নিলামে বিরাট দাম দিয়ে জফরা আর্চারকে দলে তুলে নিয়েছিল  মুম্বই ইন্ডিয়ান্স। যদিও চোট থাকার ফলে সেই মরসুমে একটিও ম্যাচে নামতে পারেননি তিনি। যদিও এই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে পারবেন জফরা আর্চার। গোটা মরসুমেই যে তিনি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থাকবেন সেই কথা কয়েকদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।সেই জফরা আর্চার কিন্তু মহিলা আইপিএলের মঞ্চে নজর রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের ক্রিকেটারের পারফর্ম্যান্সে আপ্লুত তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার সঙ্গে ৭৭ রানও করেন হ্যালি ম্যাথুজ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন হ্যালি ম্যাথুজ। তাঁর হাত ধরেই কার্যত রয়্যাল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরুকে হারিয়ে বিজয়রথ অব্যহত রেখেেছে মুম্বই ইন্ডিয়ান্স। বোলিং থেকে ব্যাটিং, বেঙ্গালুরুর বিরুদ্ধে একা হাতেই কার্যত মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের কারিগড় ছিলেন হ্যালি ম্যাথুজ। তাঁর এমন পারফরম্যান্স দেখার পরই আর চুপ থাকতে পারেননি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের অধিনায়কের উদ্দেশ্যে শুভেচ্ছে বার্তা পাঠিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের আরেক সদস্য জফরা আর্চার।

হ্যালি ম্যাথুজের উদ্দেশ্যে জফরা আর্চার বলেছেন, “হ্যালি ম্যাথুজ জফরা আর্চারের তরফ থেকে আপনার জন্য এক বিশেষ বার্তা রয়েছে। হ্যালি যে পারফরম্যান্স আপনি দেখিয়েছেন তার জন্য আপনাকে শুভেচ্ছা জানাতে চাই আমি। তোমাকে সত্যিই এই প্রতিযোগিতায় অসাধারণ দেখাচ্ছে। গোটা মরসুমের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। আর্সেনালও একই জায়গায় রয়েছে। সত্যিই খুব মিল রয়েছে। এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স এবং আর্সেনাল দুই দলই শীর্ষে রয়েছে”।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বল হাতে একাই কার্যত প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন এই হ্যালি ম্যাথুজ। মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা মহিলা ক্রিকেটার। ব্যাট হাতেও একইরকম পারফর্ম্যান্স দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারের থেকে। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই বহু বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৭৭ রানে অপরাজিত ছিলেন হ্যালি ম্যাথুজ। ম্যাচের সেরাও হয়েছেন এই ক্যারিবিয়ান তারকাই।

The post হ্যালি ম্যাথুজের পারফর্ম্যান্সে মুগ্ধ জফরা আর্চার appeared first on CricTracker Bengali.

Exit mobile version