Mukesh Kumar. (Photo Source: IPL/BCCI)
আইপিএলে পরপর পাঁচ ম্যাচের হারের পর ক্রমসলি চাপ বাড়তে সুরু করেছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। শেষ দুটো ম্যাচ জয়ের পর অবশেষে খানিকটা স্বস্তির আবহ তৈরি হয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। শেষ ম্য়াচে লো স্কোরিং ম্যাচ হলেও সেখানে সানরািজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ের হাসি ফুটেছে ডেভিড ওয়ার্নারের মুখে। সেই ম্যাচেই শেষ ওভারে সানরািজার্স হায়দরাবদের বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন মুকেশ কুমার। ম্যাচ শেষে সেই সাফল্যের পিছনে রহস্য উন্মোচন করলেন মুকেশ কুমার।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কম রান করলেো, দুরন্ত বোলিং পারফর্ম্যান্স দেখিয়ে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। র সেই লক্ষ্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ওভারে অএসাধারণ বোলিং করেছিলেন মুকেশ কুমার। আর তাতেি আপ্লুত েহয়েছিলেন সকলে। এবারের আইপিএলে প্রতম তেকেই দিল্লি ক্যাপিটালস শিবিরের সঙ্গী তিনি। নিয়েমিত দিল্লির হয়ে আইপি্েলের মড্তে খেলার সুযোগ পাচ্ছেন বাংলার এই ক্রিকেটার। শেষ ম্যাচে তাঁর জন্যই য়ে দিল্লি ক্যাপিটালস সিবিরে জয়ের হাসি ফুটেছিল তাও বলার অপেক্ষা রাখে না।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন মুকেশ কুমার
শেষ ওবারে মুকেশ কুমার যখন বোলিং করতে গিয়েছিলেন সেই সময় সানরাইজার্স হায়দরাবাদের জয়ের জ্নয প্রয়োজন ছিল ১৩ রান। ক্রিজে চিলেন ওয়াশিংটন সুন্দর। কঠিন লড়াইয়ের সময়ে কঠোর মানসিকতারই পরিচয় দিয়েছিলেন বাংলার এই পেসার। ওয়াসিংটন সুন্দর ক্রিজে সেই ওভারে মুকেশ কুমারের ইয়র্কারের সামনে তাঁর কাছে কোনও জবাব ছিল না। মাত্র ৫ রান দিয়েছিলেন সেই ওভারে। আর সেষ ওভারে মুকেশ কুমারের সেই পারফর্ম্যান্সটাই যে তাঁকে ম্যাচের নায়ক করে দিয়েছিল তা বলাই বাহুল্য। এই কটিন পরিস্থিতিতে এমন পারফর্ম্যান্সের পিছনে মাথা ঠান্ডা রাখার কৌশল এবং অনুশীলনই তাঁকে সাহায্য করে। ম্যাচ শেষে সেই কথা জানাতে দ্বিধা করেননি তিনি।
ম্যাচ শেষে মুকেশ কুমার জানিয়েছিলেন, “এমন পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডার রাখার চেষ্টাই করে চলি আমি। আমার নার্ভের ওপর যদি আমার নিযন্ত্র থাকে তবে আমার পরিকল্পনাও বাস্তবায়িত হবে। আমার মনে হয় তোমার মনে থাকবে যে যখন নআমি প্র্যাকটিস ম্যাচে বোলিং করছিলাম, সেই সময় বাইরে মাত্র চার জন ফিল্ডারই ছিলেন। সেই সময়ই অনুভব করেছিলাম যে এমন পরিস্থিতি তৈরি হতেই পারে। গতকালের ম্যাচে কিন্তু তেমনটাই হয়েছিল”।
টানা পাঁচ ্মযাচ হারলেও পরপর দুই ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালস শিবিরে অক্সিজেন জুগিয়েছে। এই ধারাই এবার প্রতিযোগিতার আসন্ন ম্যাচগুলোতেও দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে মুখ খুললেন মুকেশ কুমার appeared first on CricTracker Bengali.