Shubman Gill. (Photo Source: BCCI/IPL)
আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের কাছে হেরে এবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এমন হারের পর অধিনায়ক রোহিত শর্মার চোখে মুখে যে হতাশার ছাপ থাকবে তা বলাই বাহুল্য। কিন্তু এই হারের মঞ্চ থেকেও আবার যেন একটা স্বস্তিও পাচ্ছেন ভারত অধিনমায়ক রোহিত শর্মা। শুভমন গিলের দাপুটে পারফরম্যান্সের কাছেই হার মানতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। শুভমন গিলের সেই পারফরম্যান্সই কিন্তু আবার রোহিত শর্মাকে স্বস্তিও দিচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পু.নসিপের আগে শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখে রোহিত শর্মাও কিন্তু মনে মনে বেশ আস্বস্তই হয়েছেন।
এবারের আইঅপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। সেখানেও বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় েদেলের এই তরুণ ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ব্যাটে ছুল রানের ঝড়। রোহিত শর্মাদের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলে ম্যাচের ভাগ্য তিনিই নিশ্চিত করে দিয়েছিলেন। সামনেি রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে রোহিত শর্মার নেতৃত্বেই ওপেনিংয়ে নামবেন শুভমন গিল। সেই মঞ্চেও এই তরুণ ক্রিকেটারের অএমন ফর্ম অব্যহত থাকা নিয়ে আশাবাদী রোহিত শর্মা।
চলতি আইপিএলে ৮৫১ রান করে ফেলেছেন শুভমন গিল
আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরদ্ধে ওভালে বিস্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের পাইনালে নামবে বারতীয় জদল. সেকানেি এবার সুয়োগ পেয়েছেন শুভমন গিল। এবারের আইঅপিএলে ইতিমধ্যেই তিনটি সে়ঞ্চুরী করে ফেলেছেন শুভমন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের পািনাল সুরু হওয়ার াগে শুবমন গিলের এই পারফরম্যান্সে রোহিকত শর্মাকে যথেষ্ট আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। হারের হতাশার মাঝেও এই স্বস্তি নিয়েই েবারের আইপিএল থেকে বিদায় নিলেন রোহিত শর্মা।
এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “সবকটি দলের বোলাররাই এবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। গত ম্যাচের দিকে তাকালেই বোঝাযাবে যে আমরা কতটা বাল পারফরম্যান্স দেখিয়েছিলাম। সেখানে শুভমন গিলকে কতিত্ব দিতেই হবে। এবারেরক আইপিেলে অসাধারম ফর্মে রয়েছেন শুভমন গিল। আমি আশাবাদী যে তিনি এই ফর্ম ধরে রাখবেন”।
এবারের াইপিেলে ইতিমধ্যেই তিনটি সে়ঞ্চুরীর পাশাপাশি অরেঞ্জ ক্যাপও নিজের মাথায় তুলেছেন এ্ই তরুণ ক্রিকেটার। এই মুহূর্তে আইপিএলের মঞ্তে ৮৫১ রান করে ফেলেছেন শুভমন গিল। এই বছর দেশের জার্সিতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপ ফাইনালের আগে শিভমন গিলের এই ফর্ম সকলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট।
The post হারের হতাশার মাঝেও শুভমন গিলের পারফরম্যান্স নিয়ে স্বস্তিতে রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.