Mohit Sharma. (Image Source: IPL/BCCI)
আগের বছরের আইপিএলে কোনো দলই তাঁকে কিনতে আগ্রহী হয়নি। পুরো মরসুমই তাঁকে কাটাতে হয়েছিল গুজরাত টাইটান্স (জিটি)-রর নেট বোলার হিসেবে। আইপিএল ২০২৩-এর আগে সেই জিটিই তাঁর জন্য বিড করেছিল। তবে তখন মনে হয়নি ৩৪ বছর বয়সী মোহিত শর্মা চলমান সংস্করণে পার্পল ক্যাপ জয়ের লড়াইয়ে থাকবেন।
২৬শে মে, শুক্রবার, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্স প্রথমে ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ২৩৩/৩ স্কোর খাড়া করেছিল। শুবমান গিল বিগত চার ম্যাচের মধ্যে তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে দিনের সেরা খেলোয়াড় ছিলেন। তাঁর ৬০ বলে ১২৯ রানের ইনিংসটি শিরোনামে উঠে এলেও, মোহিত শর্মার অবদান ছাড়া জিটির পক্ষে ৬২ রানের অনায়াস জয় অর্জন সম্ভব হত না।
মোহিত তাঁর স্পেল শুরু করেছিলেন ১৫তম ওভারে। শেষ ৬ ওভারে মুম্বাইয়ের জেতার জন্য প্রয়োজন ছিল ৮৫ রান। ক্রিজে থাকা সূর্যকুমার যাদব হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। মোহিতের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সূর্যকুমার যাদব ছক্কা হাঁকিয়ে আধিপত্য বিস্তার করেছিলেন। তবে তার পরের ডেলিভারিতেই এমআইয়ের ব্যাটারের লেগ-স্টাম্প জায়গাচ্যুত করে জিটিকে ম্যাচে ফিরিয়ে আনেন মোহিত।
২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জয়ের লড়াইয়ে তৃতীয় স্থানে আছেন মোহিত শর্মা
চলমান আইপিএলে তাঁর অনবদ্য প্রত্যাবর্তন জারী রেখে মোহিত সেই ওভারের পঞ্চম বলে বিষ্ণু বিনোদকে আউট করেন। তাঁর দ্বিতীয় ওভারে এসে, প্রথম বলে আবারও ধাক্কা দেন ডান-হাতি পেসার। হাতের পিছন দিয়ে করা স্লোয়ারে ক্রিস জর্ডান পরাস্ত হয়ে লং অফে ক্যাচ দিয়ে বসেন। মোহিতের পরের শিকার হন পীযূষ চাওলা।
মুম্বাইয়ের ইনিংসের শেষ উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন মোহিত। লং অনে ক্যাচ দিয়ে কুমার কার্তিকেয়া আউট হতেই, টাইটান্স ফাইনালে পৌঁছে যায়। আইপিএল কেরিয়ারে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান (২.২-০-১০-৫) অর্জন করেন মোহিত। চলমান আইপিএলে এটি দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান।
এমন অসামান্য পারফর্ম্যান্সের পরে আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ১৩ ম্যাচ খেলে ১৩.৫৪ গড় ও ৭.৮৯ ইকোনমি রেটে ২৪ উইকেট নিয়েছেন মোহিত। উল্লেখ্য, পার্পল ক্যাপের লড়াইয়ে মোহিতের আগে থাকা দুই বোলারই তাঁর সতীর্থ। মহম্মদ শামি ২৮ উইকেট নিয়ে বর্তমানে পার্পল ক্যাপ দখলে রেখেছেন। আফগান স্পিনার রাশিদ খান ২৭ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে রয়েছেন।
The post স্বপ্নের প্রত্যাবর্তন জারী, ৫ উইকেট নিয়ে টাইটান্সকে ফাইনালে তুললেন মোহিত শর্মা appeared first on CricTracker Bengali.