Mukesh Kumar. ( Image Source: BCCI )
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছিলেন তিনি। সেই থেকেই মুকেশ কুমার কিন্তু ভারতীয় ক্রিকেট মহলের চর্চায় ছিলেন। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছিল। সেখানেই ভারতীয় শিবিরে সুযোগ পেয়েছিলেন বাংলার মুকেশ কুমার। অপেক্ষাটা ছিল শুধু তাঁর ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়ার। প্রথম টেস্টে অবশ্য সুযোগ হয়নি মুকেশ কুমারের। দ্বিতীয় টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হল বাংলার মুকেশ কুমারের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবারের সিরিজে বেশ কিছু তরকুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। সেই দলেই এবার সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার। বঙ্গ ক্রিকেটের হয়ে বহু ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। লড়াইটা অবশ্য দীর্ঘদিন ধরেই চলছিল এই ক্রিকেটারের। অবশেষে স্বস্তি এসেছে। স্বপ্নপূরণের আনন্দের কথা এবার মুকেশ কুমারের মুখে শোনা গিয়েছিল। সেই,ময় দেশের জার্সিতে খেলার ডাক পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বাংলার এই তারকা পেসার।
প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৪৯টি উইকেট রয়েছে মুকেশ কুমারের
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে চিলেন মুকেশ কুমার। সেখানে নিজের পারফরম্যাম্স দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেও ভারতীয় দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছিলেন। সেই থেকেই মুকেশ কুমারের যাত্রাটা চলছে। এরপরই ভারতীয় দলের স্কোয়াডে এবার নিজের নাম তুলেছিলেন তিনি। এই মুহর্তের স্বপ্নটাই যে তিনি দেখছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই ভারতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ছিলেন এই তরুণ পেসার। অবশেষে সেই স্বপ্নটাই পূরণ বল মুকেশ কুমারের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। পোর্ট অব স্পেনে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হল বাংলার মুকেশ কুমারের।
প্রথম শ্রেণীর ক্রিকেটেও নিজের দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। ৩৯টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন মুকেশ কুমার। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯টি উইকেট। ছয়বার পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে মুকেশ কুমারের। সেই মুকেশ কুমারের হাত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুরন্ত স্পেল দেখা যায় কিনা সেটাই দেখার।
প্রথম টেস্টে নভগদীপ সাইনিকে ভারতীয় দলে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অবশেষে দ্বিতীয় টেস্টে সেই নভদীপ সাইনির পরিবর্তেই ভারতীয় দলে খেলার সুযোগ করে নিলেন মুকেশ কুমার। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এখন শুধুই মুকেশ কুমারকে বল হাতে দেখার অপেক্ষায় সকলে।
The post স্বপ্নপূরণ মুকেশ কুমারের, ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক বঙ্গ পেসারের appeared first on CricTracker Bengali.