Pat Cummins. (Photo by Cameron Spencer/Getty Images)
হেডিংলীতে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন স্টিভ স্মিথ। অ্যাশেজের মঞ্চে কেরিয়ারের শততম টেস্ট খেলার রেকর্ড গড়েছেন তিনি। বিশ্ব ক্রিকেটের ৪১তম ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ার ১৫ তম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরী টেস্ট খেলার রেকর্ড গড়েছেন স্টিভ স্মিথ। তাঁর এমন রেকর্ড গড়ার মঞ্চে স্বাক্ষী থাকতে পেরেই আপ্লুত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। স্টিভ স্মিথ যে স্ট্যান্ডার্ডটা তৈরি করেছে সেটা দেখেই প্যাট কামিন্স আপ্লুত হয়েছেন। যদিও কেরিয়ারের শততম ম্যাচের প্রথম ইনিংসে ২২ রানে্ই সাজঘরে ফিরতে হয়েছিল স্টিভ স্মিথকে।
টেস্টে যখন যাত্রা সুরু করেছি্লেন স্টিভ স্মিথ, ,সেইসময় বোলার হিসাবেই দলে এসেছিলেন তিনি। ২০১৩ সাল পর্যন্ত ৮ কিমবা ৯ নম্বরেই ব্যাটিং করতে দেখা যেত তাঁকে। সেখান থেকেই এখন বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোরের সদস্য তিনি। এই মুহূর্তে ফ্যাব ফোরের মধ্যে টেস্টের মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক স্টিভ স্মিথ। সেই তারকা ক্রিকেটারই এবারই কেরিয়ারের শততম টেস্টের মঞ্চে নেমেছেন। স্টিভ স্মিথের এমন সাফল্য দেখেই আপ্লুত হয়েছেন প্যাট কামিন্স।
কেরিয়ারের শততম টেস্টে মাত্র ২২ রান করতে পেরেছেন স্টিভ স্মিথ
এই চলতি অ্যাশেজে দুরন্ত ফর্মে রয়েছেন রিকি পন্টিং। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় চিলেন এই তারকা ক্রিকেটার। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্দে ৪৩ রানে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। আর সেই সেঞ্চুরী ইনিংসই যে অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচেই একানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়েছিলেন ন্যাথান লিয়ন।
এই প্রসঙ্গে প্যাট কামিন্স জানিয়েছেন, “একটানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়ার পরই এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ন্যাথান লিয়ন। ভারতের মাটিতে টডি ছিল তারকা ক্রিকেটার। সেখানেই সবসময়ই নিজের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য প্রস্তুত ছিলেন তিনি। এটা স্টিভ স্মিথের শততম ম্যাচ। তিনি যে মাপকাঠিটা তৈরি করেছেন, সেটা সত্যিই বিরাট একটা ব্যপার। সেইসঙ্গে গড় রয়েছে ৬১, সেটা সত্যিই অনবদ্য”।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে ১০০টি ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। সেইসঙ্গে গত ম্যাচেই টেস্টের মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরী করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে এই মুহূর্তে টেস্টের মঞ্চে স্টিভ স্মিথের রান রয়েছে ৯১৩৫। একইসঙ্গে স্টিভ স্মিথের গড় রয়েছে ৫৩.৭৮। যদিও হেডিংলীতে বড় রান করতে পারেননি স্টিভ স্মিথ। ২২ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে।
The post স্টিভ স্মিথের শততম টেস্ট নিয়ে আবেগতাড়িত প্যাট কামিন্স appeared first on CricTracker Bengali.