Steve Smith. (Photo Source: Gettyimages)
এই মুহূর্তে ইংল্যান্ডের ঘরের মাঠে অ্যাশেজের মঞ্চে লড়াই চালাচ্ছে অস্ট্রেলিয়া। পরপর দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে গিয়েছে অজি বাহিনী। যদিও শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। গত ম্যাচেই একটানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়েছিলেন ন্যাথান লিয়ন। এবার সেই রেকর্ডের সামনে রয়েছেন স্টিভ স্মিথ। হেডিংলীতে কেরিয়ারের সততম টেস্টের মঞ্চে নামতে চলেছেন স্টিভ স্মিথ। সেই ম্যাচের আগেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তাঁকে ডন ব্র্যাডম্যানের পরেই রাখছেন রিকি পন্টিং।
এই চলচি অ্যাশেজে দুরন্ত ফর্মে রয়েছেন রিকি পন্টিং। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় চিলেন এই তারকা ক্রিকেটার। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্দে ৪৩ রানে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। আর সেই সেঞ্চুরী ইনিংসই যে অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তাঁর প্রশংসাই এখন করে চলেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার রিকি পন্টিং।
লর্ডসে দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন স্টিভ স্মিথ
হেডীংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে অস্ট্রেলিয়া। সেখানেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ম্যাচে নামতে চলেছেন স্টিভ স্মিথ। তাঁকে নিয়ে এার উচ্ছ্বাসের সুর শোনা গেল প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার রিকি পন্টিং। তাঁর মতে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান। তাঁরপরই দ্বিতীয় সেরা ক্রিকেটার হলেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে নামার আগেও স্টিভ স্মিথের ব্যাট থেকে ভাল পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন রিকি পন্টিং।
এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, “যদি আগামীকালই সব শেষ হয়ে যায়, তবে ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারের তকমা রয়েছে স্টিভ স্মিথ। পরিসংখ্যান অনুযায়ী তা নিয়ে একেবারেই কর্ত করা যায় না। খুব দ্রুত গতিতেই সবকিছু প্রাপ্ত করে ফেলেছেন স্টিভ স্মিথ। এমনকী কয়েকদিন আগে লর্ডসে তিনিই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম টেস্টে ৯০০০ রানের মাইলস্টোনে পৌঁছে গিয়েছেন”।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে ৯৯টি ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। সেইসঙ্গে গত ম্যাচেই টেস্টের মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরী করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে এই মুহূর্তে টেস্টের মঞ্চে স্টিভ স্মিথের রান রয়েছে ৯১১৩। একইসঙ্গে স্টিভ স্মিথের গড় রয়েছে ৫৩.৭৮। এবার হেডিংলীতে নামতে চলেছেন স্টিভ স্মিথ। সেখানেও তাঁর ব্যাটে বড় রপানের ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।
The post স্টিভ স্মিথের শততম টেস্টের মঞ্চে নামার আগে তাঁকে নিয়ে উচ্ছ্বসিত রিকি পন্টিং appeared first on CricTracker Bengali.