Steve Smith. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)
পারিবারিক কারণের জেরে দেশে ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। তৃতীয় টেস্টের আগে তাঁর ভারতের ফেরার কোনও সম্ভাবনা নেই। সেই জায়াতেই দীর্ঘদিন পর ফের অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন স্টিভ স্মিথ। আর অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত দেখেই আপ্লুত প্রাক্তন বারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে স্টিভ স্মিথের নেতৃত্বের দায়িত্ব তাঁকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। স্যান্ডপেপারগেট ঘটনার পর নির্বাসনের পাশাপাশি নেতৃত্বও খুইয়েছেন স্টিভ স্মিথ। তাঁকে অধিনায়ক না করার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল।
যদিও বর্ডার গাভাসকর ট্রফিতেই বদলে গিয়েছে ঘটনাটা। অধিমনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সহ অধিনায়ক স্টিভ স্মিথের ওপরই নেতৃত্বের ভার দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপর একটা বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন তিনি। স্মিথের ফের নেতৃত্ব পাওয়ার ঘটনা অস্ট্রেলিয়া দলকে বড়সড় উন্নতির এগিয়ে নিয়ে যেতে পারে বলেও মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। আগামী ১ মার্চ থেকে ভারতের বিরুদ্ধে ইন্দোরে শুরু হবে তৃতীয় টেস্ট।
তৃতীয় টেস্টে কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্বে স্টিভ স্মিথ
বর্ডার গাভাসকর ট্রফিতে এই মুহূর্তে ভারতের কাছে পরপর দুই ম্যাচে হেরে গিয়ে খাদের কিনারে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচেই ভারতের কাছে শোচনীয় হার হয়েছে অস্ট্রেলিয়ার। দুই টেস্টেই আড়াই দিনে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।ভারতীয় স্পিন আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ। প্রথম ম্যাচে এক ইনিংস ও ১৩২ রানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে লড়াই চালালেও শেষপর্যন্ত ভারতের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।
নজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “প্যাট কামিন্স এই টেস্টে অস্ট্রেলিয়া শিবিরে নেই। সেজন্যই তাঁর জায়গায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে স্টিভ স্মিথকে। আমার মতে এটা একটা ইতিবাচক দিক। স্যান্ডপেপারগেট ঘটনার জেরে আগের বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়া শিবিরে ছিলেন না স্টিভ স্মিথ। তবে এই তারকা ক্রিকেটার এবার কিন্তু ফিরে এসেছেন”।
ভারতের বিরুদ্ধে সিরিজ হার এড়ানোর রাস্তা খোলা রাখতে হলে ইন্দোরে তৃতীয় টেস্ট জিততেই হবে অস্ট্রেলিয়াকে। সেই কঠিন ম্যাচেই অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব উঠেছে স্টিভ স্মিথের কাঁধে। প্রথম দুই ম্যাচে অবশ্য ভারতের বিরুদ্ধে বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন তিনি। কিন্তু ভারতের মাটিতে বরাবরই সফল স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পুণে এবং বেঙ্গালুরুর টেস্ট জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার হাল তিনি ফেরাতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post স্টিভ স্মিথের নেতৃত্বের দায়িত্বকে ইতিবাচক বলেই মনে করছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.