Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন অক্ষর পটেল। কিন্তু প্রতি ম্যাচেই অল্পের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছে। রবিবারও তার অন্যথা হয়নি। ২১ রানের জন্য চতুর্থ ম্যাচেও সেঞ্চুরী হাতছাড়া হয়েছে অএক্ষর পটেলের। এরপরই ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডারের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। পরের সুযোগে সেঞ্চুরী যাতে হাতছাড়া না হয় সেদিকেই অক্যর পটেলকে নজর দেওয়ার পরামর্স দিয়েছেন সুনীল গাভাসকর। সেঞ্চুরী করার এত সুযোগ খুব কম ক্রিকেটাররাই পায় বলে মনে করেন সুনীল গাভাসকর।
রবিবার বিরাট কোহলিকে যেমন যোগ্য সঙ্গত দিয়েছিলেন অক্ষর পটেল। তেমনই অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ইনিংসও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। অক্ষর পটেলের এমন ধারাবাহিক সাফল্য দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৯ রানের ইনিংস খেলেছেন অক্ষর পটেল। কিন্তু সেঞ্চুরী করতে ব্যর্থই হয়েছেন এই তারকা ক্রিকেটার। সেটাই মেনে নিতে খানিকটা কষ্ট হচ্ছে সুনীল গাভাসকরের। এই ম্যাচে অক্যর পটেলের ব্যাট থেকে সেঞ্চুরী দেখার অপেক্ষাতেই ছিলেন সুনীল গাভাসকর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ৭৯ রানেই থেমেছেন অক্ষর পটেল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল। তাঁর হাত ধরেই তার্যত ৪০০ রানের গন্ডীতে পৌঁছেছিল ভারতীয় দল। ভারতের ম্যাচ জয়ের পিছনে যে অক্ষর পটেলের পারফরম্যা্ন্সের অবদান কতটা ছিল তা বলার অপেক্ষা রাখে না। চতুর্থ টেস্টেও অক্ষর পটেলের ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা গিয়েছে। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই অভিভূত হয়েছেন অক্ষর পটেল।
এই প্রসঙ্গে অক্ষর পটেলের উদ্দেশ্যে সুনীল গাভাসকর জানিয়েছেন, “পরবর্তী সময়ে সেঞ্চুরী এমনভাবে হাতছাড়া করো না। কারণ সেঞ্চুরী করার এত সুযোগ কোনও ক্রিকেটারের কাছে বেশীবার আসে না। যথন সেই সুযোগ আসছে তা একেবারেই হাতছাড়া কর না। সেই সুযোগকে কাজে লাগাতে হবে সেঞ্চুরী পাওয়ার জন্য”।
এই ম্যাচেই কেরিয়ারের ৭৫ তম আন্তর্জাতিক সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরী পাওয়ার পিছনেও যে অক্ষর পটেলের অবদান রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অক্ষর পটেল। তবে ৭৯ রানেই থেমেছিল অক্ষর পটেলের ইনিংস।সেই চিত্র দেখার পরই আফসোসের সুর সুনীল গাভাসকের গলায়। অক্ষর পরটেলের ব্যাট থেকে সেঞ্চুরী দেখার অপেক্ষাতেই রয়েছেন তিনি। এই ম্যাচে অবশ্য সেই সুযোগ দেখতে পাওয়াটা সম্ভব নয়। কিন্তু ভবিষ্যতে অক্ষর পটেল সেঞ্চুরী পায় কিনা সেটাই দেখার।
The post সেঞ্চুরী নিয়ে অক্ষর পটেলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ সুনীল গাভাসকরের appeared first on CricTracker Bengali.