BJ Sports – Cricket Prediction, Live Score

সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে চিন্তিত নন রাহুল দ্রাবিড়

 সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে চিন্তিত নন রাহুল দ্রাবিড়

#image_title

Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। তাঁকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনাও। তাঁর পারফর্ম্যান্স ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে প্রাক্তন বিশেষজ্ঞরা। সেি পরিস্থিতিতেই দলের প্রধান কোচকে পাশে পাচ্ছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে খারাপ পারফরম্যান্স করলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বরং সূর্যকুমার যাদবকে আরও খানিকটা সময় দেওয়ার কথাি শোনা গেল তাঁর মুখে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জিততে পারলেও দ্বিতীয় ম্যাচেই বিশ্রী হার হয়েছে টিম ইন্ডিয়ার। দুই ম্যাচেি ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। সেখানে সূর্যকুমার যাদব পরপর দুই ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরে গিয়েছেন। এই বছরই রয়েছে বিশ্বকাপ। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে সূর্যকুমার যাদবের এঅমন পারফরম্যান্স নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন। কয়েকদিন আগেই সূর্যকুমারকে নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন সূর্যকুমার যাদব

টি টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে আইসিসির ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু সেই পারফর্ম্যান্স একদিমনের ক্রিকেটে দেখাতে বারবার ব্যর্থই হয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবকে নিয়ে  একেবারেই তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে সূর্যকুমার যাদব যত টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, ততগুলো একদিনের ম্যাচ খেলেননিষ়। কার্যত তাঁকে নিয়ে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধীরে চলো নীতিতেই এগোচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অর্থাত্  শেষ ম্যাচেও যে ভারতের মিডল অর্ডারে সূর্যকুমারের ওপর ভরসা রাখতে চলছে টিম ইন্ডিয়া তা স্পষ্ট।

এই প্রসঙ্গেই রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “সূর্যকুমার যাদবকে নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। তাঁর বিরুদ্ধে দুটো বলই অসাধারণ ছিল। এই মুহূর্তে ৫০ ওভারের ফর্ম্যাটে্র ম্যাচ শিখছেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি ফর্ম্যাট সবসময়ই আলাদা। টি টোয়েন্টিতে প্রায় দশ বছর ধরে তিনি আইপিএল খেলে চলেছেন। তিনি প্রচুর টি টোয়েন্টি ম্যাচ খলেছেন। টি টোয়েন্টি চাপের মুহর্তেও নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। যদি আইপিএলের মতো প্রতিযোগিতাকে দেখা যায়, তবে এমন প্রতিযোগিতার মতো চাপের পরিস্থিতিত খুব কম ম্যাচেই হয়। অন্তত ওডিআই ক্রিকেটে এমনটা দেখা যায় না”।

এখনও পর্যন্ত একদিনে্র ক্রিকেটে ২২টি ম্যাচই খেলেছেন সূর্যকুমার যাদব। যদিও বড় রান পেতে ব্যর্থই হয়েছেন তিনি। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে ২টি অর্ধশতরান। শেষপর্যন্ত সূর্যকুমার একদিনের ক্রিকেটের মঞ্চে কবে বড় রানে ফেরেন সেটাই এখন দেখার।

The post সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে চিন্তিত নন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.

Exit mobile version