KL Rahul. (Photo Source: Twitter)
আগামী ৭ জুন শুরু হচ্ছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনাল। সেই মঞ্চে যাত্রা শুরু করার আগেই ভারতীয় শিবিরে খানিকটা হলেও স্বস্তির খবর। সফল অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ লোকেশ রাহুল। সেখানেই আপাতত লন্ডনেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে শোনাযাচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই নাকে রিহ্যাব শুরু করে দেবেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। বিশ্বকাপের আগে লোকেস রাহুলের সুস্থ হয়ে ওঠাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
এবারের াইপিএলে লখনউ সুপার জায়ান্টসে্র নেতৃত্বূের দায়িত্বে ছিলেন লোকেশ রাহুল। কিন্তু সেই মঞ্চেই সবচেয়ে বড় অঘটনটা ঘটেছিল সেই ম্যাচে। রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্য়াচে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেখানেই বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ভৈারতীয় দলের এই কতারকা ক্রিকেটার. বাউন্ডারি লাইনে বল বাঁচাতে গিয়েই চোটের কবলে পড়েছিলেন লোকেশ রাহুল। সঙ্গেসঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ফিল্ডিংও করতকে পারেননি তিনি।
আইপিএলের মাঝেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল
সেই থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল জল্পন। রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্যচে নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর ব্যাটিং করতে না নামার সিদ্ধান্ত দেখার পর থেকেই লোকেশ রাহুলের ভারতীয় দলের হয়ে খেলা নিয়ে একটা গুঞ্জন সুরু হয়েছিল। তিনি সেষপর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ খেলতে পারবেন কিনা কা নিয়েো একটা জল্পনা আরম্ভ হয়েছিল। এরপরই অবশ্য় সেই দু-সংবাদটা এসেছিল। কুঁচকের চোটের জন্য আইপিএল তো বটেি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও চিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল।
তাঁর পরিবর্তেই ভারতীয় দলে অএসেছেন ঈশান কিষাণ। এরপরই অবশ্য লন্জনে অস্ত্রোপচাপের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় দলের অএই তারকা ক্রিকেটার। সেখানো তাঁর সফল অস্ত্রোপচারও হয়েছে। শুরুর দুক্ে ক্রাচ নিয়ে হাঁটলেও শোনাযাচ্ছে েখন নাকি ক্রাচের ভরসা ছাড়াই হাঁটছেন ভারতীয় দলের েই তারকা ক্রিকেটার। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নাকি রিহ্যাবও শুরু করে দিতে পারেন তিনি।
এই বছরই ভারতের ঘরের মাটিতে রয়েছে বিস্বকাপের আসর। সেখান যে লোকেস রাহুল ভারতীয় দলের অন্যতম গুপুত্বপূর্ণ অল্ত্র চা বলার অপেক্ষা রাখে না। তার আগেই লোকেশ রাহুলের সেরককে ওঠার কথা খানকটা হলেও স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
The post সুস্থ হয়ে উঠছেন লোকেশ রাহুল, জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে পারে রিহ্যাব appeared first on CricTracker Bengali.