BJ Sports – Cricket Prediction, Live Score

সুপ্রীম কোর্টের নির্দেশে চাপের মুখে মহম্মদ সামি?

 সুপ্রীম কোর্টের নির্দেশে চাপের মুখে মহম্মদ সামি?

#image_title

Mohammed shami, ( Image Source: Mohammad Shami/ Instagram )

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেই মঞ্চে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র যে মহম্মদ সামি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফের খানিকটা চাপে পড়ে গিয়েছেন মহম্মদ সামি। তবে মাঠের ভিতরের সমস্যা নয়। মাঠের বাইরের ঘটনার জন্যই খানিকটা চিন্তা বাড়ছে মহম্মদ সামির। গত বৃহস্পতিবারই মহম্মদ সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোদের ভিত্তিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আর সেই নির্দেশ যে মহম্মদ সামিকে খুব একটা স্বস্তি দেবে না তা বলার অপেক্ষা রাখে না। গত বৃহস্পতিবারই আলিপুর মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানের আবেদনেরক ভিত্তিতে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট নতুন নির্দেশ দিয়েছে। সেখানেই আগামী এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট। একইসঙ্গে মহম্মদ সামির মামলার ওপর স্থগিতাদেশ নিয়্ই ভাবনার বার্তা দেওয়া হয়েছে সুপ্রীম কোর্টের তরফে। বিশ্বকাপের আগে মহম্মদ সামির ওপর যে চাপ অনেকটাই বাড়ল তা  বেশ স্পষ্ট।

২০১৮ সালে মহম্মদ সামির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী

২০১৮ সালের ৮ মার্চ যাদবপুর থানাতে মহম্মদ সাামির বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল মামলা। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে শুরু হয়েছিল  সেই মামলা। সেখানেই ২০১৯ সালে ২৯ অগস্ট মহম্মদ সামিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও শেষপর্যন্ত চা হয়নি। এরপরই নিম্ন আদালতেরক দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ সামি।

সেই সময়ই তাঁর গ্রেফতার হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপর প্রায় চার থেকে পাঁচ বছর কেটে গিয়েছে কিন্তু মামলার কোনওরকম দচি পায়নি। এরপরই ফে্র একবার কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহাল। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাঁকে সুপ্রীম কোর্টেই যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সুপ্রীম কোর্টে গিয়ে কিন্তু খানিকতটা হলেও ফ্রন্টফুটে রয়েছেন হাসিন জাহান। বৃহস্পতিবারই সুপ্রীম কোর্টের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানেই এক মাসের মধ্যে সেই সমস্যা সমধান করার নির্দেশ দেওয়া হয়েছে। আঐর তাতেই যে মহম্মদ সামির ওপর বেশ খানিকটা চাপ বাড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে শুরু হয়েছে নানান গুঞ্জন। মহম্মদ সামি কী  এবার গ্রেফতারও হতে পারেন। তাঁকে ঘিরে জল্পনার পারদ ক্রমশই চড়ছে।

The post সুপ্রীম কোর্টের নির্দেশে চাপের মুখে মহম্মদ সামি? appeared first on CricTracker Bengali.

Exit mobile version