Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)
২৯শে মে, সোমবার, আইপিএল ২০২৩-এর ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হয়েছিল। টস জিতে সিএসকের প্রথমে ব্যাট করতে পাঠায় জিটিকে। ম্যাচের দ্বিতীয় ওভারেই ওপেনার শুবমান গিলের ক্যাচ দীপক চাহার ফেলার পরে টাইটান্স দ্রুতগতিতে রান তুলতে থাকে।
গিল ২০ বলে ৩৯ রান সংগ্রহ করেছিলেন। অন্যদিকে, তাঁর ওপেনিং সঙ্গী ঋদ্ধিমান সাহা ৩৯ বলে ৫৪ রান করেছিলেন। তবে সবাইকে ছাপিয়ে গিয়ে ভারতীয় আনক্যাপড ব্যাটার সাই সুধারসান ফাইনালের মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছেন। ২১ বছর বয়সী ব্যাটার প্রাথমিক মন্থরতা কাটিয়ে ইনিংস শেষ করেছেন ৪৭ বলে ৯৬ রানে। তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর নথিভুক্ত করেছে।
সুধারসনের ইনিংসে ভর করে গুজরাত স্কোর বোর্ডে ২১৪/৪ রান করেছে। মাত্র ২১ বছর বয়সে আইপিএলের মতো বড় মঞ্চে আইপিএল প্রভাব বিস্তার করার জন্য অনেকেই তাঁর প্রশংসা করেছেন। এমনকি কিংবদন্তী সচিন তেন্ডুলকারও মুগ্ধতার কথা স্বীকার করেছেন।
সুধারসানের ইনিংসের প্রশংসা করে তেন্ডুলকার টুইটারে লিখেছেন, “আজ রাতে, সাই চোখের জন্য তৃপ্তিদায়ক ছিল! ভালো খেলেছ @sais_1509।”
Tonight, Sai was a treat to the eye! 🏏👀
Well played @sais_1509!#IPL2023Finals
pic.twitter.com/ZVXOt5kQZh
— Sachin Tendulkar (@sachin_rt) May 29, 2023
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিএসকের টার্গেট ১৫ ওভারে ১৭১ রান
চেন্নাই সুপার কিংসকে আইপিএল ২০২৩ জিততে হলে ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে হবে। বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে ৩ বলে ৪ রান করেছিল সিএসকে। পাওয়ারপ্লে হবে ৪ ওভারের। প্রত্যেক বোলার সর্বোচ্চ ৩ ওভার করে করতে পারবেন।
মহম্মদ শামি ও রাশিদ খানের মতো বোলারদের বিরুদ্ধে সিএসকের ব্যাটাররা কতটা আগ্রাসী হতে পারেন, সেই দিকে নজর থাকবে। শামি বর্তমানে ১৭ ম্যাচে২৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন।
The post সুধারসানের ইনিংস দেখে মন্ত্রমুগ্ধ সচিন তেন্ডুলকার appeared first on CricTracker Bengali.