Saba Karim. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)
ম্যাথু হেডেন থেকে সঞ্জয় মঞ্জরেকররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঋষভ পন্থের পরিবর্তে ঈশান কিষাণকেই কেলানোর বার্তা দিয়েছেন। কিন্তু সেই সেই একই রাস্তায় হাঁটতে নারাজ প্রাক্তন বারতীয় নির্বাচক সাবা করিম। ভারতীয় দলের প্রাক্তন এই নির্বাচকের মতে বরং এইঅ পরিস্থিতিতে ঈশান কিষাণকে না খেলানোর রাস্ততেি বাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গাড়ী দূর্ঘটনার জন্য আগেই ভারতীয় দল তেকে চিটকে গিয়্েচেন ঋষভ পন্থ। আইপিএলের মঞ্চ থেকেই আবার ছিটকে গিয়েছেন তারকা ক্রিকেটার লোকেস রাহুলও।
এই দুই তারকা ক্রিকেটারের ভারতীয় দলে না থাকার সঙ্গেই শুরু হয়েছে নয়া জল্পনা। তাঁর মতে এই মুহীর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশ্প ফাইনালের মতো মঞ্চে ঈশান কি,াণকে খেলানোর জুংকি হয়ত ভারতীয় দল নিতে চাইবে না। ঋষভ পন্থের ্নুস্থিতির জন্য কেএস ভরতকেই এবার ভারতীয় দলে নেওয়ে হয়েছে। শে,পর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। তে সাবা করিমের মতে বিস্ব টেস্ট চ্যাম্পি.নসিপে কেএস ভরতকেই ভারচীয় দলের খেলানো উচিত্।
লোকেশ রাহুলের পরিবর্তেই ভারতীয় দলে এসেছেন ঈশান কিষাণ
ঋষভ প্নথের অনুপস্থিতিতে কেএস ভরতকেই আগেই ১৫ সদস্যের দলে রাখার সিদ্দান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই সেই সময় ইশান কিষাণকে স্ট্যান্ডবাি ক্রিকেটার হিসাবেই রাখারক সিদ্দান্তচ নেিয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু লোকেশ রাহুলের চোট হওয়ার পর তেকেই চি্চাটা বাড়তে শুরু করেছিল। সেই সময় ঋদ্ধ্িমান সাহাকে নিয়েও আলোচনা হয়েচিল। কিন্তু শেষপ্রযন্ত ঈশান কিষাণকেই বেছে নিয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা। ইতিমধ্যে অনেকেই ফাইনালে তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন। যদিও সাবা করিমের মুখে কি্তু অন্য় কথাই শোনাযাচ্ছে বারবার।
তাঁর মতে ঈশান িকষাণকে খেলানোর ঝুঁকি এই ম্য়াচে হয়ত ভারতীয় দল নেবে না। সেই প্রসঙ্গেই সাবা করিম জানি্য়েছেন, “আমার একেবারেই মনে হয় না যে এই পরিস্থিতিতে ইশান কিষাণকে খেলানোর কোনওরকম ঝুঁকি তারা নেবে। আমার মনে হয় তারা কে এস ওপরকের োপরই ভরসা করবে্. কারণ গরের মাঠের টেস্ট সিরিজেও তকিনিি ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটারের দায়িত্ব পালন করেছিলেন। য ধরণের নিরাপত্তা রাহুর দ্রাবিড় ও রোহিত শর্মা দিতে চাইবেম আমার মনে হয় তাঁকেই খেলানো উচিত্”।
এখনও পর্যন্ত ভারকতীয় দলের হয়ে েকটিও টেস্ট ্ময়াচে খেলেননি ইশান িকষাম। যদিও গতবছরের সেষেই বাংলাদেসের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্বিসতরান করেছিলেন তিনি। তাঁকে নিয়ে কতাবার্তা হলেও শেষপর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট কাকে খেলায় সেটাই দেখার।
The post সাবা করিমের মতে ফাইনালে ইশান কিষাণকে না খেলানোর পথেই হাঁটবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট appeared first on CricTracker Bengali.