Shubman Gill. (Photo Source: IPL)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬২ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে একটি দুরন্ত শতরান করলেন গুজরাট টাইটান্সের (জিটি) প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল। আইপিএলে এটি ছিল তার প্ৰথম শতরান। তিনি ৫৮ বলে ১০১ রান করেন। তার এই ইনিংসে ছিল ১৩টি চার এবং ১টি ছয়।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক এডেন মার্করাম। শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাট টাইটান্স। তিনি ৩ বলে ০ রান করে আউট হন। এরপর ক্রিজে আসেন সাই সুদর্শন। তিনি এবং শুভমন গিল মিলে ১৪৭ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। সাই সুদর্শন ৩৬ বলে ৪৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মারেন। তিনি আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। হার্দিক পান্ডিয়া ১টি চার সহ ৬ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ডেভিড মিলার এবং রাহুল তেওয়াতিয়া যথাক্রমে ৫ বলে ৭ এবং ৩ বলে ৩ রান করে আউট হন। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে একটি অসাধারণ ইনিংস খেললেও এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি রশিদ খান। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজের প্ৰথম আইপিএল ম্যাচ খেলছেন দাসুন শানাকা। কিন্তু তিনি এই ম্যাচে বেশি বল খেলার সুযোগ পাননি। তিনি ১টি চার সহ ৭ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। স্কোরবোর্ডে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান তোলে গুজরাট টাইটান্স।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করলেন ভুবনেশ্বর কুমার
আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বাকি বোলাররা বল হাতে খুব একটা ভালো প্রদর্শন করতে না পারলেও ভুবনেশ্বর কুমার অসাধারণ বোলিং করেছেন। তিনি আজকের ম্যাচে এসআরএইচের সবথেকে সফল বোলার ছিলেন। ভুবনেশ্বর ৪ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন। আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার শুভমন গিলের উইকেটটি তিনিই শিকার করেন।
মার্কো জানসেন, ফজলহক ফারুকি এবং টি নটরাজন তিনজনেই ১টি করে উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই তিনটি উইকেট হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আনমোলপ্রীত সিং এবং অভিষেক শর্মা যথাক্রমে ৪ বলে ৫ রান এবং ৫ বলে ৪ রান করে আউট হন। রাহুল ত্রিপাঠি ২ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলে প্ৰথম শতরান করলেন শুভমন গিল appeared first on CricTracker Bengali.