Rinku Singh. (Photo Source: IPL)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৭ তম ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হয়েছে। এসআরএইচের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। কিন্তু কেকেআর যেভাবে শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল যে এই সিদ্ধান্তটি তাদের বিরুদ্ধেই গেছে। রাহমানুল্লাহ গুরবাজ ১ বলে ০ রান, জেসন রয় ১৯ বলে ২০ রান এবং ভেঙ্কটেশ আইয়ার ৪ বলে ৭ রান করে আউট হন। ৪.৪ ওভারে মাত্র ৩৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছিল কেকেআর। মার্কো জানসেন ম্যাচের দ্বিতীয় ওভারে ২ উইকেট নিয়েছিলেন।
শুরুতেই ৩টি উইকেট হারানোর পর কেকেআরকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করেন অধিনায়ক নীতিশ রানা এবং রিঙ্কু সিং। তাদের মধ্যে ৬১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। রানা ৩টি চার এবং ৩টি ছয় সহ ৩১ বলে ৪২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই ম্যাচে তিনি কেকেআরের হয়ে ২০০০ রানও সম্পূর্ণ করেছেন।
৪৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন রিঙ্কু সিং
এই ম্যাচে কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ছিলেন রিঙ্কু সিং। তিনি ৩৫ বলে ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ১টি ছয় মারেন। এই মরসুমে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি। তিনি ১০টি ইনিংস খেলে ৩১৬ রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ৫৮*। এই মরসুমে এখনও পর্যন্ত ২টি অর্ধশতরান করেছেন রিঙ্কু।
এই ম্যাচে আন্দ্রে রাসেল ১৫ বলে ২৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষে অনুকূল রায় ৭ বলে অপরাজিত ১৩ রানের একটি ভালো ইনিংস খেলেন। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান করে কলকাতা নাইট রাইডার্স।
রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই ২ উইকেট হারিয়েছে। দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং অভিষেক শর্মা যথাক্রমে ১১ বলে ১৮ রান এবং ১০ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠি এবং অধিনায়ক এডেন মার্করাম। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে সুন্দর ইনিংস রিঙ্কু সিংয়ের, প্ৰথমে ব্যাটিং করে ১৭১ রান করল কলকাতা নাইট রাইডার্স appeared first on CricTracker Bengali.