BJ Sports – Cricket Prediction, Live Score

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের সুর লোকি ফার্গুসনের গলায়

 সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের সুর লোকি ফার্গুসনের গলায়

#image_title

Lockie Ferguson. ( Image Source: Twitter )

প্রথম ম্যাচ হেরে এবারের আইপিএলে যাত্রা শুরু করলেও, দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁডিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচেই দুরন্ত জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। বিশেষ করে তৃতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয়ের স্মৃতি েখনও টাটকা রয়েছে সকলের স্মৃতিতে। এবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতার নাইট বাহিনী। সেই ম্যাচের আগে ক্রিকেটারদের আত্মতুষ্টিতে ভেসে দিতে যেতে নারাজ নাইট টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচের মানসিকতাই যে এই ম্যাচেও নাইট শিবির ধরে রাখতে মরিয়া তা লোকি ফার্গুসনের কথাতেই স্পষ্ট।

গত ম্যাচে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের পাঁচ বলে পাঁচটি ছয় নাইট রাইডার্সকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিল। সেইসঙ্গে তাদের হার না মানা মানসিকতার পরিচয়ও দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ জিতে এখন যে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের আত্মবিশ্বাস তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাতেই ক্রিকেটারদের মধ্যে যাতে কোনওরকমে আত্মতুষ্টি বাসা বাঁধতে না পারে, সেদিকেই নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্কের।

ইডেন গার্ডেন্সে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স

পরপর দুই ম্যাচে যে মানসিকতার পরিচয় তারা দিয়েছেন,  ঘরের মাঠে সানরাইজার্স  হায়দরাবাদের বিরুদ্ধেও সেই একই মানসিকতা নিয়ে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বাহিনী। সেইসঙ্গে এবার ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিও নাইট রাইডার্সের ক্রিকেটারদের যথেষ্ট আশাবাদী করে তুলছে। বাইরের মাঠে খেলতে গেলে সেই স্টেডিয়ামের দর্শকরাও যে  তাদের দিকে একটা কটিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা লোকি ফার্গুসনের কথাতেও স্পষ্ট। সেভাবেই চলছে প্রস্তুতিও নাইট রাইডার্সের। ঘরের মাঠে কলকাতার সমর্থকরাও যে নাইট ক্রিকেটারদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচের আগে লোকি ফার্গুসন জানিয়েছেন, “আমরা পরপর দুটো ম্যাচ জিতেছি, কিন্তু তার ফলে যে কিছু বদলেছে এমনটা কিন্তু একেবারেই নয়। আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে এবং আমাদের দল যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। অধিনায়ক নীতিশ রানা এবং কোচ চন্দ্রকান্থ পন্ডিতের মধ্যে পার্টনারশিপটা সত্যিই খুব ভাল রয়েছে”।

ইডেন গার্ডেন্সের পরিসংখ্যান বিচার করলে এখানে সানরাইজার্স হায়দরাবাদের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখানে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে সানরকাইজার্স হায়দরাবাদ। সেখানে তারা  জিততে পেরেছে মাত্র দুটো ম্যাচ। বাকি ছটিতেই হারতে হয়েছে তাদের। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের সুর লোকি ফার্গুসনের গলায় appeared first on CricTracker Bengali.

Exit mobile version