Angelo Mathews. ( Photo Source: X(Twitter)
সোমবার বিশ্বকাপের মঞ্চে সকলে এক নতুন ঘটনার স্বাক্ষী থেকেছে। নিয়মে থাকলেও এতদিন তা হয়নি। বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাব টাইমড আউড সিদ্ধান্তের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর তাতেই এই মুহূর্তে দ্বিধাবিভক্ত গোটা বিশ্ব। এমন আউট হওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুজ নিজেও হতবাক হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ অধিনায়কের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে রেগে আগুন এই তারকা ক্রিকেটার। ম্যাচ সেষে সাংূবাদিক সম্মেলনে এসে সাকিব অস হাসানকে একহাত নিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
ক্রিকেটের রুলবুকে রয়েছে এমন নিয়মের কথা। কোনও ক্রিকেটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে যদি নতুন ব্যাটার স্ট্রাইক না নিতে পারেন তবে তাঁকে আউট ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এমন ঘটনা হতে কখনোই দেখা যায়নি। কোনও দলের অধিনায়কই এমন আপিল করেননি। কিন্তু চলতি বিশ্বকাপের মঞ্চেও সেই ঘটনাও এবার ঘটতে দেখা গেল। সাকিব অল হাসানের আপিলে অ্যাঞ্জেলো ম্যাথুজ শিকার টাইমড আউটের। এমন সিদ্ধান্তে আউট হয়ে ম্যাথুজ যে বেশ ক্ষুব্ধ তা বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইমড আউট নিয়মের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ
ম্যাচের ২৫ নম্বর ওভারে ঘটে এই ঘটনা। এদিন সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পরই মাঠে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ক্রিজে পৌঁছেও গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময়ই তাঁর হেচনমেটে কিছু সমস্যা হয় এবং হেটলমেট বদলের প্রয়োজন হয়ে পড়ে। সেই সময় আম্পায়ার কিংবা প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে কোনওরকতম আলোচনা না করেই হেলমেট বদলের চেষ্টা করেন তিনি। আর তাতেই অ্যাঞ্জেলো ম্যাথুজের স্চ্রাইকের সময় পেড়িয়ে যায়। সেই সুযোগ কাজদে লাগাতে এতটুকুও ভুল করেননি প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক সাকিব অল হাসান।
এমন ঘটনা যে অ্যাঞ্জেলো ম্যাথুজ মেনে নিতে পারছেন না তা কার্যত স্পষ্ট। সাংবাদিক সম্মেলন্ রেগে ফেটে পড়লেন তিনি। সাংবাদিক সম্মেলনে এসে অ্যাঞ্জেলো ম্যাথুজ জানিয়েছেন, “আমি কোনওরকম ভুল করিনি। ক্রিজে পৌঁছতে এবং নিজেকে প্রস্তুত করতে মার হাতে দুটো মিনিট সময় ছিল। কিন্তু এরপর আমার সরঞ্জামে সমস্যা হয়েছিল। আমি জানি না যে বাংলাদেশের সাধারণ বিচার বুদ্ধি লোপ পেয়েছে। অবস্যই সাকিব অল হাসান ও বাংলাদেশ যে কাজটা করেছে তা অত্যন্ত লজ্জ্বাজনক”।
এদিনের ম্যাচে জিততে পারলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আসনটা পাকা করত। সেখানেই যেমনভাবেই হোক জিততে চেয়েছঠিলেন সাকিব অল হাসান। শেষপর্যন্ত অবশ্য ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বাংলাদেশই।
The post সাকিব অল হাসান ও বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অ্যাঞ্জেলো ম্যাথুজ appeared first on CricTracker Bengali.