BJ Sports – Cricket Prediction, Live Score

সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইতে নিজেদের সর্বোচ্চ রান করার রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ

সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইতে নিজেদের সর্বোচ্চ রান করার রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ

#image_title

WIvsSA. (Photo Source: Twitter)

সাউথ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান করার রেকর্ড করল সাই হোপের নেতৃত্বাধীন দল ওয়েস্ট ইন্ডিজ। ১৮ই মার্চ, শনিবার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৫ রান করে এই রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং কাইল মায়ার্স মিলে শুরুটা বেশ ভালোই করেন। তাদের দুজনের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ হয়। এরপর অধিনায়ক সাই হোপ ১১৫ বলে ১২৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি ছয় এবং ৫টি চার।

নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েলও ব্যাট হাতে দুটি সুন্দর ইনিংস খেলেন। পুরান এবং পাওয়েল যথাক্রমে ৪১ বলে ৩৯ এবং ৪৯ বলে ৪৬ রান করেন। এই অসাধারণ ইনিংসগুলির হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটি করে।

দ্বিতীয় ম্যাচে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি কোনো বল না খেলা অবস্থাতেই পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচটি ৪৮ রানে জিতে নিয়ে এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা অনেক চেষ্টা করলেও তিনি শেষমেশ নিজের দলকে এই ম্যাচটি জেতাতে পারেননি। তিনি ১১৮ বলে ১৪৪ রান করেন। এটি ছিল ওডিআই ক্রিকেটে তার সর্বোচ্চ রান। তার এই ইনিংসে ছিল ১১টি চার এবং ৭টি ছয়। তিনি আলজারি জোসেফের বলে সাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

কুইন্টন ডি কক ব্যাট হাতে একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৫টি চার এবং ৩টি ছয় সহ ২৬ বলে ৪৮ রান করেন। তিনি কাইল মায়ার্সের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।টনি ডি জর্জি ২৬ বলে ২৭ রান করে আকিল হোসেনের বলে বোল্ড হন। দুই ওপেনার এবং টনি বাদে আর কোনো সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ২০ রানের গন্ডি টপকাতে পারেননি। ৪১.৪ ওভার ২৮৭ রানে অলআউট হয়ে যায় সাউথ আফ্রিকা।

২১শে মার্চ, মঙ্গলবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলা হবে। সিরিজ জেতার কোনো আশা না থাকলেও ড্র করার সুযোগ প্রোটিয়াদের হাতে রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চাইবে সাউথ আফ্রিকাকে এই সিরিজে তাদেরই দেশের মাটিতে পরাজিত করতে।

The post সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইতে নিজেদের সর্বোচ্চ রান করার রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ appeared first on CricTracker Bengali.

Exit mobile version