Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)
নিউ জিল্যা্ন্ডের ক্রাইস্টচার্চে সফল অস্ত্রোপচার জসপ্রীত বুমরার। অর্থপেডিক ডঃ রওয়ান স্কাউটেনের তত্ত্বাবধানেই হয় জসপ্রীত বুমরার অস্ত্রোপচার। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন বিশ্বকাপেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। কয়েকদিন আগেই নিউ জিল্যান্ডে পৌঁছেছিলেন অস্ত্রোপচারের জন্য। সময় নষ্ট করতে একেবারেই নারাজ ছিলেন ভারতীয় দলের স্পীডস্টার। কোমড়ের সমস্যার জেরে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দ্রুত সেরে ওঠার জন্যই শেষপর্যন্ত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বুধবারই নিউ জিল্যান্ডে হয়ে গেল তাঁর অস্ত্রোচপার।
জসপ্রীত বুমরার সফল অস্ত্রোপচারের খবরে যে ভারতীয় ক্রিকেট মহলে খুশির আবহ তা বলার অপেক্ষা রাখে না। তবে এখনই দেশে ফিরতে পারবেন না তিনি। শোনাযাচ্ছে মার্চ মার্স পর্যন্ত নিউ জিল্।ান্ডেই থাকতে হবে জসপ্রীত বুমরাহকে। বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানেই থাকবেন এই তারকা ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন অগস্ট মাসে তিনি বোলিংয়ের প্রস্তুতি শুরু করতে পারেন। এই বছরই অক্টোবর মাসে ভারতের মাটিতে রয়েছে বিশ্বকাপের আসর।
প্রায় সাত মাস ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরা চোটের জন্য প্রায় সাত মাস মাঠের বাইরে রয়েছেন। তাঁর না থাকা যে ভারতীয় দলে কত বড় সমস্যা তৈরি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। রিহ্যাব চললেও সেভাবে দ্রুত গতিতে পুরেপুরি সেরে উঠতে পারছিলেন জসপ্রীত বুমরাহ। এরপরকই তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকেরা। দলে ফেরার জ্নয জসপ্রীত বুমরাও সময় নষ্ট করতে একেবারে নারাজ ছিলেন। নিউ জিল্যান্ডেই অস্ত্রোপচারের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। তাঁর সফল অস্ত্রোপচারের খবরে যে ভারতীয় শিবিরের স্বস্তির আবহ তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
প্রায় সাত মাস মাঠের বািরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের স্কোয়াডে ফিরলেও শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। শেষ মুহূর্তে ফের ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। জসপ্রীত বুমরাহকে নিয়ে বোর্ডের অন্দরেও চিন্তা ক্রমশই বাড়তে শুরু করেছিল। রিহ্যাব চালালেও যতটা সুস্থ জসপ্রীত বুমরার হয়ে ওঠা প্রয়োজন তা একেবারেই হতে পারেননি তিনি। শেষপর্যন্ত জসপ্রীত বুমরার অস্ত্রোপচারের সিদ্ধান্তই নেওয়া হয়েছিল।
গতবছর এশিয়া কাপের আগেই ভারতীয় দল থেকে পিঠের সমস্যার জেরে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও রিহ্যাব সেরে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ফিরেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার সিরিজে নমামার আগেই ফের ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও খেলতে পারেননি তিনি। এরপর থেকেই আর ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। একদিনের বিশ্বকাপের দলে জসপ্রীত বুমরাহ ফিরতে পারেন কিনা সেটাই দেখার।
The post সফল অস্ত্রোপচার জসপ্রীত বুমরার, একদিনের বিশ্বকাপেই দলে ফিরতে পারেন তারকা পেসার appeared first on CricTracker Bengali.