BJ Sports – Cricket Prediction, Live Score

সঞ্জু স্যামসন চলতি ওডিআই সিরিজে সুযোগ পাবেন না, মনে করছেন আকাশ চোপড়া

 সঞ্জু স্যামসন চলতি ওডিআই সিরিজে সুযোগ পাবেন না, মনে করছেন আকাশ চোপড়া

#image_title

Aakash Chopra. (Photo Source: Facebook)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে খেলানোর কথা প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে শোনা গেলেও, এই সিরিজে সঞ্জু স্যামসনের খেলার সম্ভবনা নেই বলেই মনে করছেন ভাকতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। ভারতীয় দলের সাদা বলের ফর্ম্যাটের দলে সঞ্জু স্যামসন থাকলেও, তাঁর খেলার সম্ভাবনা যেখুবই কম তা মানতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়া। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

প্রথম ওডিইতে তপুণ ক্রিকেটারদেরই বেশী সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই দেখা গিয়েছিল সূর্যকুমার যাদবকে অনেকটাই ওপরের দিকে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। যদিও সূর্যকুমার ।যাদব সেই ম্যাচেখিব একটা বেশী রান রকরতে পারেননি।মত্র ১৯ রানেই সাজঘরে পিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই থেকেই শুরু হয়েছিল নতুন হিসাব নিকাশও। সূর্যকুমার যাদবের পরিবর্তে দ্বিতীয় ওডিই ম্যাচেই ভারতীয় দলের সঞ্জু স্যামসনকে খেলানোর পরামর্শ দিচ্ছেন অনেকে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

এই ম্যাচেও সূর্যকুমার যাদবকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

তবে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন যে এই ম্যাচেও সঞ্জু স্যামসনেের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই। গত ম্যাচে চার নম্বরে খেলানো হয়েছিল সূর্যকুমার যাদবকে।  এই ম্য়াচে তাঁর পজিশন পরিবর্তন হতে পারে। কিন্তু দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে সঞ্জু স্যামসনম দলে থাকলেও তাঁকে না খেলানোরই সম্ভাবনা বেশী। প্রথম ম্য়াচে উইকেটকিপার ব্যাটা হিসাবে অসাধারম পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ। তাঁকেও যে এই ম্যাচেদলে রাখা হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

এই প্রসঙ্গেই আকাশ চোপড়া জানিয়েছেন, “এই মুহূর্তে আমরা সকলেই ভাবতে পারি যে সূর্যকুমার যাদব  ছয় নম্বরে ব্যাটিং করতে যাবেন। কিন্তু এই মুহূর্তে তেমনটা হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। যত  কিছুই হোক না কেন, তেমনটা একেবারেই হবে না। এটা দূর্ভাগ্যের হলেও সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম”।

শেষ সাতটি একদিনের ম্যাচের ইনিংসে ভাল পারফরম্যান্স রয়েছে সঞ্জু স্যামসনের। সেখানে একটি  অর্ধশতরানও রয়েছে সঞ্জু স্যামসনের। কিন্তু সূর্যকুমার যাদবের শেষ চারটি ইনিংসে একতেবারেই ভাল পারফম্যান্স নেই। কিন্তু ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় রয়েছেন সূর্যকুমার যাদব। সেজন্যও যে তাঁকে বেশী সুযোগ দেওয়া হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

The post সঞ্জু স্যামসন চলতি ওডিআই সিরিজে সুযোগ পাবেন না, মনে করছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version