Cameron Green. (Photo Source: BCCI)
২০২০-র ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে তরুণ ক্যামেরন গ্রিন তাঁর প্রতিভার ঝলক দেখিয়েছেন এবং দীর্ঘতম ফর্ম্যাটে অসাধারণ অবদান রেখেছেন। তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান দল চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি টেস্ট ম্যাচ হেরেছে। তবে ইন্দোর টেস্টে তিনি চোট থেকে ফেরার পরে সফরকারী দলকে আরও শক্তিশালী দেখিয়েছে।
২৩ বছর বয়সী ডান-হাতি ব্যাটার টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরি নথিভুক্ত করেছেন। ১৭০/৪ স্কোরে ব্যাটিং করতে নেমে পশ্চিম অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্থির হতে কিছুটা সময় নিয়েছিলেন। তবে একবার তাঁর স্বাভাবিক ক্রিকেট খেলা শুরু করলে শেষ পর্যন্ত তিন অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন। উল্লেখ্য, ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ভারতের মাঠে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করার নজির গড়লেন গ্রিন।
ক্যামেরন গ্রিন ও উসমান খোয়াজার মধ্যে ২০৮ রানের পার্টনারশিপ
গ্রিনের আগে লেস ফ্যাভেল, পল শিয়াহান, ডিন জোন্স, মাইকেল ক্লার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল তাঁদের প্রথম টেস্ট সেঞ্চুরি ভারতের মাটিতে করেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খোয়াজার সঙ্গে পঞ্চম উইকেটে ২০৮ রানের বিশাল পার্টনারশিপে যুক্ত ছিলেন গ্রিন। ১৭০ বল খেলার পরে ১১৪ রানে আউট হন গ্রিন, যখন রবিচন্দ্রন অশ্বিনের ডেলিভারিতে একটি সুইপ শট মারার চেষ্টায় ক্যাচ দেন উইকেটকিপার কেএস ভরতের হাতে।
অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে এই প্রথমবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন না গ্রিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে অলরাউন্ডার ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেও দলের হয়ে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতক অর্জন করেছিলেন। বেশ কয়েকবার ভালো সূচনা পেলেও কখনই বড় স্কোরে রূপান্তর করতে পারেননি। কিন্তু ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে তিনি যাবতীয় বাধা কাটিয়ে ওঠেন এবং একটি পরিণত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে চালকের আসনে পৌঁছে দেন।
ক্যামেরন গ্রিনের পাশাপাশি ওপেনার উসমান খোয়াজাও দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন। ট্র্যাভিস হেড ও মার্নাস ল্যাবুশেন দ্রুত আউট হওয়ার পরে সফরকারী দল চাপের মধ্যে ছিল কিন্তু খোয়াজা কার্যকরী ইনিংস খেলে বড় সেঞ্চুরি করেন। তাঁর ১৮০ রানের ইনিংসটি অস্ট্রেলিয়াকে ৪৮০ রানের অতিকায় স্কোর খাড়া করতে সাহায্য করেছে।
এদিকে, ভারতীয় বোলারদের জন্য এখনও অবধি একটি হতাশাজনক ম্যাচ হলেও অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আরও একবার প্রমাণ করেছেন কেন তিনি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন সম্প্রতি। ৯১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করেন তিনি। টেস্ট কেরিয়ারের ৩২তম ফাইফার অর্জন করেছেন অশ্বিন।
The post ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ভারতের মাটিতে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি অর্জন করলেন ক্যামেরন গ্রিন appeared first on CricTracker Bengali.