BJ Sports – Cricket Prediction, Live Score

শ্রেয়াসের অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে নারিন ও শার্দূল

 শ্রেয়াসের অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে নারিন ও শার্দূল

#image_title

Sunil Narine. (Image Source: IPL/BCCI)

আইপিএল ২০২২-এর আগে মেগা নিলামে শ্রেয়াস আইয়ারকে কিনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাঁকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল। তবে পিঠের চোটে ভোগা শ্রেয়াস টুর্নামেন্টের প্রথমার্ধ থেকে বাদ পড়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে তিনি আসন্ন আইপিএল মরসুমে একটি ম্যাচও খেলতে পারবেন না। শীঘ্রই তাদের অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ ৩০শে মার্চ, বৃহস্পতিবার, সমস্ত দলের অধিনায়কদের একটি বৈঠক ডেকেছে আইপিএল কর্তৃপক্ষ।

প্রত্যেক মরসুমের আগেই এমন বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে নতুন নিয়ম পরিবর্তন সম্পর্কে অধিনায়কদের অবগত করা হয়। অন্যান্য নির্দেশিকাগুলির পাশাপাশি এবারের সংস্করণে গুরুত্বপূর্ণ সংযোজন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, নতুন চুক্তিবদ্ধ শার্দূল ঠাকুর ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এক দশকের বেশী সময় জুড়ে জড়িত অভিজ্ঞ সুনীল নারিন কেকেআরের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হওয়ার দাবীদার। ভারতীয় অলরাউন্ডার শার্দূলকে গত মরসুমের পরে সময় দিল্লি ক্যাপিটালস (ডিসি) থেকে কেকেআর ট্রেডিংয়ের মাধ্যমে নিয়েছিল।

একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, “এক বা দুই দিনের মধ্যে, কেকেআর তাদের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং একজন বিদেশী পপ তারকাকে নিয়ে একটি জমকালো অনুষ্ঠানে, তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে প্রস্তুত।”

আবু ধাবি নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছিলেন নারিন

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কেকেআর ম্যানেজমেন্ট অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে শার্দূলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করার দিকে বেশী ঝুঁকছে কারণ তিনি নিয়োজিত হলে স্কোয়াডে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের বাধা কমবে।

উল্লেখ্য, নারিন ২০১২ থেকে কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছেন এবং এমনকি আইএলটি-টোয়েন্টি লিগের উদ্বোধনী সংস্করণে আবুধাবি নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছেন। তবে তাদের একটি বিপর্যয়মূলক অভিযান ছিল কারণ মাত্র একটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে) আইপিএলের ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ৩১শে মার্চ, শুক্রবার, শুরু হবে। কেকেআর মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে ১লা এপ্রিল, শনিবার,  আইপিএল ২০২৩-এ তাদের অভিযান শুরু করবে। দুইবারের বিজয়ীরা তাদের প্রথম হোম ম্যাচ খেলবে ৬ই এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিপক্ষে।

The post শ্রেয়াসের অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে নারিন ও শার্দূল appeared first on CricTracker Bengali.

Exit mobile version