BJ Sports – Cricket Prediction, Live Score

শুরুর দিকে টেস্ট ক্রিকেটের মতোই খেলার কথা বলেছিলেন বিরাট কোহলি, জানালেন লোকেশ রাহুল

#image_title

Virat Kohli and KL Rahul. (Photo Source: Twitter)

কম রানের ম্যাচে অস্ট্রেলিয়া কঠিন চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে ছুঁড়ে দিলেও শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছিল ভারতীয় দলর ক্রিকেটারদের মুখেই। একসময় ২ রানে ৩ উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই থাদের কানারা থেকেই ভারতকে সামাল দিয়েছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল জুটি।  তাদের ১৬৫ রানের পার্টনারশিপে ভর করে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি জয়ও তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই থেকেই তাদের দুজনের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন সকলে। সেই পরিস্থিতিতেই লোকেশ রাহুলের সঙ্গে বিরাট কোহলির কী কথা হয়েছিল তা নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল।

অস্ট্রেলিয়াকে এদিন ১৯৯ রানে শেষ করে দিয়েছিল টিম ইন্ডিয়ার বোলাররা। কিন্তু জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলও শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি। বরং একসময় ভারতীয় দল ১০০ রান পার করতে পারবে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। ২ রানের মধ্যে রোহিত শর্মা, ইশান কিষাণ ও শ্রেয়স আইয়াররা সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই জায়গা থেকেই হাল ধরেছিলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ক্রিজ আঁকড়ে পড়ে  ছিলেন এই দুই তারকা ব্যাটার। তাদের হাত ধরে ধীরে ধীরে বদলেছিল পরিস্থিতি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৫ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল

সেই সময় বিরাট কোহলির সঙ্গে ক্রিজে লোকেশ রাহুলের কী আলোচনা হয়েছিল তা জানার কৌতূহল স্বাভাবিক ভাবেই বাড়তে শুরু করেছিল।  ম্যাচ শেষের পর সেই কথাই সকলের সামনে এনেছেন লোকেশ রাহুল। বেশী কথা অবশ্য তাদের মধ্যে হয়নি। কিন্তু লোকেশ রাহুল মাঠে আসার পরই তাঁকে বিশেষ পরামর্শ দিয়েছিলেন বিরাট কোহলি। সেই পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটের মতোই খেলার কথা রাহুলকে জানিয়েছিলেন বিরাট কোহলি। বড় শটের থেকে সেই সময় তাদের নজর ছিল শর্ট রানের দিকেই।

ম্যাচ শেষে লোকেশ রাহুল জানিয়েছেন, “বিরাট কোহলি সেই সময় আমায় জানিয়েছিলেন যে পিচে যথেষ্ট সাহায্য রয়েছে। সেই পরিস্থিতিতে আমাদের একেবারে সঠিক শট খেলতে হবে। অন্তত বেশকিছুক্ষণ টেস্ট ক্রিকেটের মতোই খেলতে দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যায়। সেটাই আমাদের একমাত্র পরিকল্পনা ছিল। আর আমি খুশি যে সেই পরিকল্পনা অনুয়ায়ীই আমরা জিততে পেরেছি”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ রানেরপ অপরাজিত ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল। সেইসঙ্গে বিরাট কোহলি ফিরেছিলেন ৮৫ রানের ইনিংস খেলে। তাদের ১৬৫ রানের পার্টনারশিপই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এই দুই তারকা ক্রিকেটারের এমন পারফরম্যান্সের কথাই সকলের মুখে।

The post শুরুর দিকে টেস্ট ক্রিকেটের মতোই খেলার কথা বলেছিলেন বিরাট কোহলি, জানালেন লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.

Exit mobile version