BJ Sports – Cricket Prediction, Live Score

শুভমন গিল এবং লোকেশ রাহুলকে একসঙ্গে খেলানোর পরামর্শ রিকি পন্টিংয়ের

শুভমন গিল এবং লোকেশ রাহুলকে একসঙ্গে খেলানোর পরামর্শ রিকি পন্টিংয়ের

#image_title

Ricky Ponting. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images)

ইন্দোরে অপ্রত্যাশিত হার। অস্চ্রেলি.ার কাছে ৯ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এই হারের সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপ ফাইনালে যাওয়ার রাস্তাটাও খানিকটা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদে জিততেই হবে ভারতীয় দলকে। আগামী ৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের। তাঁর মতে আহমেদাবাদে শুভমন গিল এবং লোকেশ রাহুল, দুজনকেই একসঙ্গে খেলানো উচিত্।

সম্প্রতি টেস্টের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হতে দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু নিজের পারপরম্যান্স প্রদর্শন করতে ব্।র্থই হয়েছিলেন তিনি। এরপর থেকেই লোকেশ রাহুলকে নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন ক্রিকেচার থেকে বিশেষজ্ঞরা। তৃতীয় টেস্টেই ভারতীয় দলের বদল এসেছিল। লোকেশ রাহুলের পরিবর্তে শুভমন গিলকে ওপেনিংয়ে ফেরানো হয়েছিল। যদিও তৃতীয় টেস্টেই কিন্তু হারের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে।

লোকেশ রাহুলের পরিবর্তেই ভারতীয় দলের এসেছেন শুভমন গিল

আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট। সেখানে জিততে পারলে সিরিজ যেমন ভারতের দখলে আসবে, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফািনালের ছাড়পত্রও যোগার করে ফেলবে তারা। সেই ম্যাচে নামার আগে দল গঠন নিয়েও যথেষ্ট সাবধানী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন রিকি পন্টিং। তাঁর মতে এই ম্যাচে শুভমন গিল এবং লোকেশ রাহুলকে একসঙ্গে খেলোনা উচিত্ ভারতীয় দলের।

এই সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় দলের ব্যাটিং শক্তিশালী প্রদর্শন দেখাতে পারেনি। আইসিসি রিভিউয়ে রিকি পন্টিং জানিয়েছেন, “লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার পর সেই জায়গাতে শুভমন গিলকেই প্রথম একাদশে ফেরানো হয়েছিল। এই দুই ক্রিকেটারের কাছেই টেস্ট ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই দুই ক্রিকেটারকেই একসঙ্গে খেলানো যেতে পারে”।

শুভমন গিলকে ওপেনিংয়েই রাখার পরামর্শ দিয়েছেন রিকি পন্টিং। একইসঙ্গে প্রথম একাদশে লোকেশ রাহুলকেও রাখার পক্ষেই নিজের সমর্থন দিয়েছেন তিনি। তাঁর মতে ওপেনিংয়ে শুভমন গিল খেললে, মিডল অর্ডারে লোকেশ রাহুলকে ব্যবহার করতে পারে ভারতীয় দল। সম্প্রতি ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স একেবারেই ভাল হয়নি। সেই জায়গাতে শক্তি বাড়ানোর উদ্দেশ্যেই যে রিকি পন্টিংয়ের এমন পরামর্শ তা বলার অপেক্ষা রাখে না।

Exit mobile version