BJ Sports – Cricket Prediction, Live Score

শুভমন গিলের বিতর্কিত ক্যাচ নিয়ে কটাক্ষের সুর রোহিত শর্মার গলায়

 শুভমন গিলের বিতর্কিত ক্যাচ নিয়ে কটাক্ষের সুর রোহিত শর্মার গলায়

#image_title

Cameron Green’s catch of Shubman Gill. (Photo Source: Disney+Hotstar)

অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। একপেশে লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে এবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে ভারতীয় শিবিরের। ম্যাচ শেষ হওয়ার পরই নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রোহিত শর্মাকে। সেখানেই শুভমন গিলের আউট নিয়েও যে  প্রশ্ন উঠবে তা স্বাভাবিক। সেই প্রসঙ্গেই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ভারত অধি্নায়ক। শুভমন গিলের আউট প্রশঙ্গে সরাসরি না বললেও, পরিকাঠামোর দিকেই আঙুল তুলেছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরিকাঠানমোর সঙ্গে এবার আইপিএলের তুলনা টেনে আনলেন রোহিত শর্মা। শুভমন গিলের ক্যাচটা আদৌ ছিল কিনা তানিয়ে এখনও পর্যন্ত বিতর্ক চলছে। থার্ড আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেও, শেষপর্যন্ত তা ক্যাচ হয়েছিল কিনা তা নিয়ে এখনও সকলের সংশয রয়েছে। রোহিত শর্মারও যে সংশয় একেবারে কাটেনি তা বলার অপেক্ষা রাখে না।  যদিও সেই সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেননি রোহিত শর্মা। কিন্তু নিজের হতাশাও গোপন করতে পারেননি এই তারকা ক্রিকেটার।

মাত্র ১৮ রান করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন শুভমন গিল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো মঞ্চে কেন  বিভিন্ন দিক থেকে সবকিছু ভালভাবে দেখার জন্য যথেষ্ট ক্যামেরার ব্যবস্থা করা হয়নি তা নিয়েই কানিকটা হতাশ হেয়ে রয়েছেন রোহিত শর্মা। তাঁর মতে আইপিএলের মতো প্রতিযোগিতায় ১০ দিন থেকে ক্যামেরার ব্যবস্থা রাখা থাকে। কোনওরকম অসুবিধা না হওয়ার জন্যই এমন ব্যবস্থা। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মঞ্চে কেন আল্ট্রা মোশনের ব্যবস্থা সেভাবে ছিল না, সেটাই হতবাক করেছে রোহিত শর্মা। আরও কয়েকবার দেখার পরই সিদ্ধান্ত নিতে পারত বলেও মনে করছেন তিনি।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, “আইপিএলের মঞ্চে অন্তত ১০টি ক্যামেরায় বিভিন্ন দিক থেকে দেখার সুযোগ থাকে।  সেখানে বিশ্ব পর্যায়ের এমন একটা ফাইনালের মঞ্চে কেন আল্ট্রা মোশনের ব্যবস্থা ছিল না। কেন আরও বেশী ক্যামেরার ব্যবস্থা ছিল না। সেই সিদ্ধান্ত নেওয়ার  আগে আরও জুম করে দেখা যেতে পারত।  এই বিষয়টা সত্যিই আমাকে খুব হতাশ করেছে”।

শুভমন গিলের আউটের সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত নানান আলোচনা চলেই যাচ্ছে। তৃতীয় আম্পায়ারের সেই সিদ্ধান্ত নিয়ে ম্যাচের মাঝেই সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ উদরে দিয়েছিলেন শুভমন গিলও। সরাসরি না বললেও সেই সিদ্ধান্ত যে রোহিত শর্মাও মেনে নিতে পারছেন না তা বলার অপেক্ষা রাখে না।

The post শুভমন গিলের বিতর্কিত ক্যাচ নিয়ে কটাক্ষের সুর রোহিত শর্মার গলায় appeared first on CricTracker Bengali.

Exit mobile version