BJ Sports – Cricket Prediction, Live Score

শুভমন গিলের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার

 শুভমন গিলের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার

#image_title

Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এ ২-১ ব্যবধানে জয়লাভ করেছে ভারত। এই নিয়ে টানা চারবার বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল ভারতীয় দল। চতুর্থ এবং শেষ টেস্টে শতরান করায় অনেকেই ভারতীয় দলের ওপেনার শুভমন গিলের প্রশংসা করেছেন। এর মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম দুটি টেস্টে দলে ছিলেন কেএল রাহুল। কিন্তু ব্যাট হাতে কোনো টেস্টেই তিনি খুব একটা রান পাননি। তাই ইন্দোর টেস্টে কেএল রাহুলের জায়গায় দলে সুযোগ দেওয়া হয় তরুণ ক্রিকেটার শুভমন গিলকে। তৃতীয় টেস্টে পূজারা বাদে ব্যাট হাতে কোনো ভারতীয় ব্যাটসম্যানই সফল হননি। শুভমন গিল এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৬ রান করেছিলেন। যার মধ্যে ২১ রানই এসেছিল প্ৰথম ইনিংসে।

তবে চতুর্থ টেস্টে কামব্যাক করেন ভারতীয় দলের এই ডানহাতি ওপেনার। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসের সাথে খেলছিল। শুভমন গিল এই টেস্টে ভারতের প্ৰথম ইনিংসে নিজের দ্বিতীয় টেস্ট শতরানটি করেন। তিনি ১২টি চার এবং ১টি ছয় সহ ২৩৫ বলে ১২৮ রান করেন। এই ম্যাচে বিরাট কোহলিও ১২০৫ দিন পরে নিজের ২৮তম টেস্ট শতরানটি করেন।

শুভমন গিল বছরের শুরুতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে দ্বিশতরান করেন। এছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি শতরানও করেন। তৃতীয় ম্যাচে তিনি ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৭টি ছয়। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক টি-২০-তে এটিই হল এক ইনিংসে করা সর্বোচ্চ ব্যক্তিগত রান।

“রোহিত শর্মার সঙ্গী হিসেবে তার জায়গা পাকা হয়ে গেছে”- সুনীল গাভাস্কার

শুভমন গিলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার। তার মতে শুভমন গিল সম্প্রতি সিরিজে যে ফর্মের সাথে ব্যাট করেছেন তা দেখে মনে হচ্ছে রোহিত শর্মার সঙ্গী হিসেবে তাকে পাকাপাকিভাবে দেখা যাবে।

স্পোর্টস তককে সুনীল গাভাস্কার বলেন, “তার বয়স মাত্র ২৩, সে তরুণ এবং ওডিআই, টি-টোয়েন্টি ও টেস্টে সেঞ্চুরি করে প্রায় সব ফরম্যাটে যে ধরনের ফর্ম দেখিয়েছে, তাতে মনে হচ্ছে আগামী কয়েক বছরের জন্য রোহিত শর্মার সঙ্গী হিসেবে তার জায়গা পাকা হয়ে গেছে।”

The post শুভমন গিলের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার appeared first on CricTracker Bengali.

Exit mobile version