Mark Boucher. ( Image Source: IPL/BCCI )
আইপিএলের মঞ্চে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফাইয়ের ম়ঞ্চে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। আর সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন গুজরাত টাইটান্সের শুভমন গিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেহেরেি েবারের মতো আইপএলের য়াত্রা শেষ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচ শেষেই শুভমন গিলের পারফরম্যান্সের প্রশংসায় মুমেবই ইন্ডিয়ান্স কোচ মাপর্ক বাউচার। এদিন য়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কার্যত দিশাহারা হয়ে গিয়েছিল তা মেনে নিতে কোনও দ্বিধা নেই মুম্বই ইন্ডিয়ান্স কোচের।
শুক্রবারের ম্যাচ শরু হওয়ার আগে তেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেখানেই টস জিুতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। সেই সিদ্ধান্ত যে কতটা ভলু ছিল, তা ব্যাট হাতে নেমে একাই বুঝিয়ে্ দিয়েছিলেন শুভমন গিল. তাঁর দক্ষ হাতে ভর করেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল গুজরাত টাইটান্স। সেইসঙ্গে ম্যাচের ভবিষ্যত্ও নিশ্চিত হয়ে গিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট ্বযবভাদেন জিতেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে গুদরাত টাইটান্স।
৬২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর থেকেই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। মুম্বই ইন্ডিয়ান্সের ইঅন্গরেো যেো এই হার নিয়ে এবার কাঁটা চেড়ে চলবে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার। সেকানেি শুভমন গিলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ। একইসঙ্গে নিজেদের ব্যর্থতার দায়এও মেনে নিয়েছেন তিনি। তাঁর মতে এদিনের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি তাদের দল। কার্যত তারা যে দিশাহারা হয়ে গিয়েছিল সেই কথা মেনে নিতে কোনওরকম দ্বিধা নেই মার্ক বাউচারের।
এই প্রসঙ্গে ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী টি টোয়েন্টি ম্যাচ অত্যন্ত কঠিন একটা জায়গা। সেখানেই আমরা কার্যত দিশাহারা হয়ে গিয়েছিলাম। এদিন শুভমন গিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ পারপরম্য়ান্স প্রদর্সন করেছিলেন। এমন পারফরম্যান্স আমরাও প্রত্যাশা করিনি। েদিন ামরাো আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করতে পারিনি”।
এবারের আইপিএলে শুরুটা ভালভাবে করতে না পারলেও, াইপি্এলের মনাঝপথ থেকেই দুরন্ত ফর্মে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক ম্যাচ জয়ের পর ক্রমশই মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছিল সকলের। কিন্তু শেষরক্ষা হয়নি। গুজরাত টাইটান্সের কাছে ৬২ রানে হেরে গিয়েছে এদিন মুম্বই ইন্ডি্য়ান্স।
The post শুভমন গিলের প্রশংসায় মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার appeared first on CricTracker Bengali.