Shubman Gill. ( Image Source IPL )
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদ্রশন করছেন শুভমন গিল। গুজরাত টাইটান্সের ফাইনালে পৌঁছনোর অন্যতম প্রধান কারিগড় যে শুভমন গিল তা বলার অপেক্ষা রাখে না। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শুবমন গিল। সেই ম্যাচে শুভমন গিলের সেঞ্চুরী পারফরম্যান্সই যে গুজরাত টাইটান্সকে ফাইনালে পৌঁছে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৯ রানের দুর্ধর্, ইনিংস খেলেছিলেন শুভমন গিল। তাঁকেই এবার প্রশংসায় ভরিয়ে দিলেন সচিন তেন্ডুলকর।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী করেছিলেন এবার শুভমন গিল। মাজে একটা ম্যাচের বিরতি। ফের একবার শুভমন গিলের ব্যাটে এসেছিল সেঞ্চুরীর ঝলক। আর তাতেই শুভমন গিলের মাথায় পাকাপাকিভাবে উঠে গিয়েছিল অরে়ঞ্জ ক্যাপ। ফাফ ডুপ্লেসির রেকর্ড ভাঙার সঙ্গে এবারের আইপিেলে ৮০০ রানের নতুন মাইলস্টোনও গড়েছিলেন তিনি। এই ফর্মের ধারাই এখন ধরে রাখতে চান শুভমন গিল নিজেও। এই মুহূর্তে ৮৫১ রান করে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন সুভমন গিল।
আইপিএলের মঞ্চে ৮৫১ রান করে অরেঞ্জ ক্যাপ পাকা করেছেন শুভমন গিল
এবারের আইঅপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। সেখানেও বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় েদেলের এই তরুণ ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ব্যাটে ছিল রানের ঝড়। রোহিত শর্মাদের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলে ম্যাচের ভাগ্য তিনিই নিশ্চিত করে দিয়েছিলেন। সামনেি রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে রোহিত শর্মার নেতৃত্বেই ওপেনিংয়ে নামবেন শুভমন গিল। সেই মঞ্চেও এই তরুণ ক্রিকেটারের অএমন ফর্ম অব্যহত থাকা নিয়ে আশাবাদী সকলে।
তাঁর এমন পারফরম্যান্সে আপ্লুত প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। শুভমন গিলের এমন পারফরম্যান্স যে একেবারেই ভোলার মত নয়, তা বলতে কোনও দ্বিধা নেই সচিন তেন্ডুলকরের। এই প্রসঙ্গে তিনি টুইট করে লিখেছেন, শুভমন গিলের এবারের মরসুমের পারফরম্যান্স একেবারেই ভোলার মতো নয়। যে দুটো সেঞ্চুরী তিনি করেছেন তার প্রভাব অনেক।মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর সেই সেঞ্চুরীই তাদের বিদায়ের রাস্তা দেখিয়ে দিয়েছিল।
এবারের আইপিএলে তিনটি সেঞ্চুরী করা হয়ে গিয়েচছে শুবমন গিলের। তাঁর হাত থেকেই এবারের আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরী এসেছে। ইতিমধ্যেই ৮৫১ রান করা হয়ে গিয়েছে শুভমন গিল। সেইসঙ্গে সর্বোচ্চ ওভার বাউন্ডারির রেকর্ডও গড়ে ফেলেছেন এই তরুণ ক্রিকেটার শুভমন গিল।
The post শুভমন গিলের পারফরম্যান্সে অভিভূত সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.