Shubman Gill. ( Image Source: hotstar )
সম্প্রতি পরপর কয়েকটি ম্যাচে বড় রান করতে দেখা যায়নি শুভমন গিলকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেপ্রথম একদিনের ম্যাচেও খালি হাতেই কার্যত সাজঘরের রাস্তায় ফিরতে হয়েছিল এই তরুণ তারকাকে। যদিও শুভমন গিলের এই পারফরম্যান্স নিয়ে চিন্তার কোনও কারম নেই বলেই মনে করচেন প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ। তাঁর মতে শুভমন গিল এই মুহর্তে ভারতীয় দলের টপ অর্ডারের প্রথধান ভরসা। এমনকী তাঁকে বিশ্বকাপের দলেও রাখা উচিত্ বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
গত কয়েকবছর ধরে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। এই বছরে বারতীয় দলের হয়ে এখনও পর্।ন্ত নিজের সেরা পারফর্মযান্স দেখিয়েছিলেন সুভমন গিল। নিউ জিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। শুধু তাই নয় শ্রীলঙ্কার বিরুদ্ধেও ব্যাট হাতে নিজের পারফর্মযাম্স দেখিয়েছিলেন শুভমন গিল। র সেই পারফর্মযানন্সই য়ে সুভমন গিলকে ভারতীয়দলের নিয়িত সদস্য করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বড় রান করতেপারেননি শুভমন গিল
এই মুহূর্তে ভারতীয়দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে। সেখানে অবশ্য প্রতম ম্যাচেবড় পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চেও ভাল পরফরম্যান্স দেখাতে পারেননি। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ। তাঁর মতে এবারের বিশ্বকাপের মঞ্চে শুভমন গিলকে রাখার দাবীই করেছেন তিনি। এই কয়েকটা ম্যাচেশুভমন গিলের রান না পাওয়াটা কোনও চিন্তার কারণ নয় বলেই মনে করছেন তিনি।
এঅ প্রসঙ্গে অভিনব মুকুন্দ জানিয়েছেন, “আমার মনে হয় এই মুহূর্তে শুভমন গিলের ব্যর্থতা নিয়ে ভাবনার কোনও প্রশ্ন নেই। কারণ সেষকয়েক বছরে বারতীয়দলের হয়ে দুরকন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। একজন ভারতীয় ক্রিকেটার ও সমর্থক হওয়ার সঙ্গে সেই জায়গাটা একেবারেই মিলিযে ফেলা উচিত্ নয়। টেস্ট ক্রিকেট হয়ে গিয়েছে। সেখানে এখন ওডিআই ফর্ম্যাট নিয়ে কথা হলে আমাদের শুভমন গিল কিন্তু একজন সেরা ক্রিকেটার। সেইসঙ্গেই আমার মনে হয় তাঁকে অবশ্যই বিশ্বকাপের মঞ্চে রাখা উচিত্”।
এবারের আইপিএলেও শুভমন গিল ছিলেন দুরন্ত ফর্মে। সেখানেই এবার সর্বোচ্চ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। গুজরাত টাইটান্সের ফাইনালে পৌঁছনোর অঅন্যতম প্রধান কারিগড় ছিলেন শুভমন গিল।এবার ঘরের মাঠে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেখানেওশুভমন গিল নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার।
The post শুভমন গিলকে নিয়ে আশাবাদী অভিনব মুকুন্দ, বিশ্বকাপেও এই তারকাকে গেতে চান মুকুন্দ appeared first on CricTracker Bengali.