BJ Sports – Cricket Prediction, Live Score

শুধুমাত্র পরীক্ষা নীরিক্ষা নয়, এশিয়া কাপের মঞ্চে সাফল্যই একমাত্র লক্ষ্য রোহিত শর্মাদের

#image_title

Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)

শুধুমাত্র দল নিয়ে পরীক্ষা নীরিক্ষা কিংবা ফিটনেস টেস্ট নয়। এশিয়া কাপের মঞ্চে জেতাই এখন একমাত্র লক্ষ্য  ভারতীয় দলে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই সাফ বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার।  শনিার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডি্য়া। সেই ম্যাচ নিয়ে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। শেষ মুহূর্তর প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে রোহিত শর্মাদের। এখন শুধুই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন রোহিত শর্মা অ্যান্ড কো।

এশিয়া কাপের পরই  রয়েছে বিশ্বকাপ।  ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে নামার আআগদে থেকেই একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপের মঞ্চকেই অনেকে ভারতীয় দলের প্রধঝান পরীক্ষা নীরিক্ষার মঞ্চ হিসাবে দেখতে শুরু করেছিলেন। এই মঞ্চে রোহিত শর্মারা তাদের ফিটনেস টেস্ট করবেন এমন কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে কোনওভাবেই ভারতীয় দল এখানে শুধুমাত্র পরীক্ষা নীরিক্ষার লক্ষ্যে নামছে না।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে রোহিত শর্মা অ্যান্ড কো

তাদের মতে টিম ইন্ডিয়া এই এশিয়া কাপের মঞ্চে সাফল্যের খোঁজেই নামতে চলেছে। এশিয়া কাপে তাদের প্রাপ্তির ঝুলি পূর্ণ হলে সেটাই যে বিশ্বকাপের ম়্চে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপেরক সাক্ষাতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় তুলে নিয়েছিল ভারতীয় শিবির। এবারও যে পাকিস্তানের বিরুদ্ধে সেইউ লক্ষ্যই যাত্রা শুরু করতে চলেছে রোহিত শর্মা অ্যান্ড কো তা বলার অপেক্ষা রাখে না।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মা জানিয়েছেন, “এই জায়গাটা ফিটনেস টেস্ট কিংবা অন্যকিছু, তেমনটা ভাবার কোনও মানেই নেই। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে এশিয়ার সেরা ছটি দল খেলতে নেমেছে। কোনওরকম সন্দেহ নেই যে এই প্রতিযোগিতা আমাদের কাছে অন্যতম সেরা একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বহু অতীত ইতিহাস রয়েছে। সেই জন্যই বলে রাখি যে ফিটনেস টেস্ট কিংবা ফিটনেস সংক্রান্ত যেকোনও জিনিস আমরা বেঙ্গালুরুতেই করে এসেছি। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময় এবং দেখতে হবে যে আমরা কী অর্জন করতে পারছি এই প্রতিযোগিতা থেকে”।

ভারতীয় দলের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েএখনও জল্পনা চলছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার নীল নক্সা যে টিম ইন্ডিয়ার প্রস্তুত হয়ে গিয়েছে তা কার্যত স্পষ্ট।

The post শুধুমাত্র পরীক্ষা নীরিক্ষা নয়, এশিয়া কাপের মঞ্চে সাফল্যই একমাত্র লক্ষ্য রোহিত শর্মাদের appeared first on CricTracker Bengali.

Exit mobile version