BJ Sports – Cricket Prediction, Live Score

শীঘ্রই ভারতীয় দলে জায়গা করে নেবেন যশস্বী জয়ওয়াল, মনে করছেন রবি শাস্ত্রী

 শীঘ্রই ভারতীয় দলে জায়গা করে নেবেন যশস্বী জয়ওয়াল, মনে করছেন রবি শাস্ত্রী

#image_title

Yashasvi Jaiswal. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে বড় রানের ইনিংস দেখা যাবে কিনা তা তো সময়ই বলবে। কিন্তু তাংর ওপর যে এখন থেকেই ভারতীয় ক্রিকেটের নির্বাচরদের নজর রয়েছে তা বলতে দ্বিধা নেই ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। তাঁর মতে খুব শীঘ্রই ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে চলেছে যশস্বী জয়সওয়ালকে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফর্মযান্স প্রদর্শন করেছেন যশস্বী জয়সওয়াল। শেষ ্মযাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে দেখা গিয়েছিল রানের ঝড়।  প্রতি ম্যাচেই রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে শুরুা অসাধারণ করে দিয়ে এসেছেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন সকলে। ইতিমধ্যেই ভারতীয় দলে এই তরুণ ক্রিকেটারককে সুযোগ দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। হবে নাই বা কেন, এই মুহূর্তে আইপি্এলের মঞ্চে  অরেঞ্জ ক্যাপের দৌড়ে ফাফ ডুপ্লেসির থেকে মাত্র কয়েক ধাপই দূরে রয়েছেন এই তরুণ ক্রিকেটার।

চলতি আইপিএলে একটি সেঞ্চুরী রয়েছে যশস্বী জয়সওয়ালের ব্যাটে

আইপিএলের মঞ্চে শুরু থেকেই যশস্বী জয়সওয়ালের দাপুটে ব্যাটিং পারফরম্যান্স দেখা যাচ্ছে। ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসেরসহয়ে ১২ ম্য্েচে ৫৭২ রান করা হয়ে গিয়েছে এই তরুণ ক্রিকেটারের। ভারতীয় দলের নির্বাচকদের নজর কাড়ার জন্য  এই পারফরম্যান্স যথেষ্ট বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী। শেষপর্যন্ত ভারতীয় দলের জার্সিতে কবে যশস্বী জয়সওয়ালকে দেখা যায় তা তো সময়ই বলবে। এই মুহূর্তে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। শেষম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর ঝোড়ো রানের ইনিংস এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা রয়েছে।

এই প্রসঙ্গেই রবি শাস্ত্রী জানিয়েছেন, “আমার মনে হয় অবশ্যই নির্বাচকদের পর্যবেক্ষণে রয়েছেন এই তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গে ভারতীয় দলেও খুব শীঘ্রই আসতে চলেছেন তিনি। যেভাবে তাঁর পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বগামী হচ্ছে, সেটাই এই মুহূর্তে সবচেয়ে সেরা জিনিস। তাঁর খেলায়যেমন পাওয়ার রয়েছে, তেমনই রয়েছেন টাইমিং।  ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ভবিষ্যত তিনি”।

এবারের আইপিএলে ইতিমধ্যেই সেঞ্চুরী ইঅনিংস খেলা হয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়ালের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই খেলেছিলেন ১২৪ রানের ইনিংস। সেইসঙ্গে শেষ পাঁচ ম্যাচে যশস্বী জয়সওলের ব্যাটে রয়েছে দুটো অর্ধশতরান। কেকেআরের বিরুদ্ধে মাত্র কয়েক রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল যশস্বী জয়সওয়ালের।

The post শীঘ্রই ভারতীয় দলে জায়গা করে নেবেন যশস্বী জয়ওয়াল, মনে করছেন রবি শাস্ত্রী appeared first on CricTracker Bengali.

Exit mobile version