Ravichandran Ashwin. (Photo Source: Jio Cinema)
৫ই এপ্রিল, বুধবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের অষ্টম ম্যাচে রাজস্থান রয়্যালস (আরআর) এবং পঞ্জাব কিংস (পিবিকেএস) একে অপরের মুখোমুখি হয়েছে। এই স্টেডিয়ামে প্রথমবারের জন্য আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে আরআরের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বিপক্ষের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে রান আউটের ভয় দেখান।
পঞ্জাব কিংস শুরুটা বেশ ভালোভাবেই করেছিল। অধিনায়ক শিখর ধাওয়ান এবং প্রভসিমরণ সিং মিলে প্ৰথম উইকেটে ৯০ রানের পার্টনারশিপ করেন। সপ্তম ওভারের চতুর্থ বলটি যখন অশ্বিন করতে যান তখন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানকে নন স্ট্রাইকার এন্ড থেকে অনেকটাই বেরিয়ে আসতে দেখা যায়। অশ্বিন তাকে রান আউট করার ভয় দেখালেও শেষমেশ আর রান আউট করেননি। এই ঘটনার পর ক্যামেরামান জস বাটলারের প্রতিক্রিয়া দেখান। এই মুহূর্তটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম কিংস XI পঞ্জাব (বর্তমানে পিবিকেএস) ম্যাচে অশ্বিন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলারকে মানকড় নিয়মের মাধ্যমে রান আউট করেছিলেন।
Ravichandran Ashwin warned to mankad (run-out) Shikhar Dhawan at non-striker’s end#RRvPBKS #RRvsPBKS #PBKSvsRR #PBKSvRR pic.twitter.com/fMEmNeApaD
— Gurkanwal Singh (@00gurkanwal00) April 5, 2023
প্ৰথমে ব্যাট করে ১৯৭ রান করল পঞ্জাব কিংস
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। পিবিকেএসের দুই ওপেনার শুরু থেকেই ক্রমাগত বড় বড় শট খেলে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল আরআরের বোলারদের। প্রভসিমরণ সিং ৭টি চার এবং ৩টি ছয় সহ ৩৪ বলে ৬০ রান করে জেসন হোল্ডারের বলে আউট হন। ভানুকা রাজাপক্ষ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। জিতেশ শর্মা ১৬ বলে ২৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ১টি ছয়। ব্যাট হাতে বেশি রান বানাতে পারেননি সিকন্দর রাজা। তিনি ২ বলে মাত্র ১ রান করে আউট হন। শাহরুখ খান ১০ বলে ১১ রান করে আউট হন।
অধিনায়ক শিখর ধাওয়ান শেষ অবধি টিকেছিলেন। তিনি ৯টি চার এবং ৩টি ছয় সহ ৫৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। জেসন হোল্ডার ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে ১টি করে উইকেট নেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান করে পঞ্জাব কিংস। এই ম্যাচে কোন দল জেতে সেটাই এখন দেখার বিষয়।
The post শিখর ধাওয়ানকে নন স্ট্রাইকার এন্ডে রান আউট করার ভয় দেখালেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.