BJ Sports – Cricket Prediction, Live Score

শার্দূলের পরিবর্তে উমরান মালিককে খেলানোর বার্তা আকাশ চোপড়ার

শার্দূলের পরিবর্তে উমরান মালিককে খেলানোর বার্তা আকাশ চোপড়ার

#image_title

Aakash Chopra. (Photo Source: Instagram)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত জয় পেয়েছে ভারতীয়দল। রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে বিশেষ পরামর্শ প্রাক্তন ক্রিকেটার আকশ চোপড়ার। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে উমরান মালিককেই ভারতীয় দলের খেলানো উচিত্। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচজন স্পেশালিস্ট বোলারদের নিয়েই নামার বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। শার্দূল ঠাকুরের পরিবর্তেই তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ভারতের প্রথম একাদশে বদল আসতে চলেছে। ঈশান কিষাণের জায়গাতেই ফের ভারতীয় দলে ফিরতে চলেছেন রোহিত শর্মা। সেইসঙ্গে আরও একটি বদলের বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে উমপরান মালিককে খেলানো উচিত্। শার্দূল ঠাকুরের পরিবর্তেই  এই তরুণ ক্রিকেটারকে খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি। শার্দূল ঠাকুরকে  আট নম্বরে ব্যাটিং অপশন হিসাবে রেখেছে ভারতীয় দল।

প্রথম ম্যাচে উমরান মালিককে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল

যদিও আকাশ চোপড়ার মত কিন্তু আলাদা। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে পাঁচজন স্পেশ্যালিস্ট বোলারকেই খেলানো উচিত্। ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও নতুন বছরে সেভাবে ভারতীয় দলের প্রখথম একাদশে সুযোগ পাননি উমরান মালিক। এই ম্যাচেই তাঁকে খেলানোর বার্তা দিচ্ছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। যদিো শেষপর্যন্ত টিম ম্যানেজমেন্টই যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “শার্দূল ঠাকুরের পরিবর্তে এই ম্যাচে উমরান মালিককে খেলানো হোক। যদিও এটা একেবারেই মার নিজস্ব বাবনা। তবে ভারতীয় দল বোধহয় আট নম্বরে ব্যাটিং অপশন রাখা নিয়েই হয়ত চিন্তা করছে। যদিও তারা কেন এমন বাবছে সেটা আমি বুঝতে পারছি। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টপ অর্ডার যদি ব্যর্থ হয়, সেই জায়গায় লোয়ার অর্ডার ব্যাটাররাই ভারকীয় েদলকে সামাল দিতে পারেন”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। বিরাট কোহলি, শুভমন গিল থেকে সূর্যকুমার যাদবরা ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থই হয়েছিল এদিন। তবে লোকেশ রাহুলের হাত ধরে শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচেও যে লোকেশ রাহুলকে নিয়ে ভারতীয় দলের প্রত্যাশা বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে দলে ফিরছেন রোহিত শর্মা। টপ অর্ডারের পারফরম্যান্স নিয়েও প্রত্যাশা বাড়ছে ভারতীয় শিবিরের।

The post শার্দূলের পরিবর্তে উমরান মালিককে খেলানোর বার্তা আকাশ চোপড়ার appeared first on CricTracker Bengali.

Exit mobile version