KL Rahul. ( Photo Source: BCCI/IPL )
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে লখনউ সুপার জায়ান্টসেক অধিনায়ক লোকেশ রাহুলকে নিয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেওয়াগ। গত ম্যাচেই প়্জাব কিংসের বিরুদ্ধে অর্ধশতরান পেয়েছিলেন লোকেশ রাহুল। যদিও তাঁর স্ট্রাইকরেট নিয়ে নানান আলোচনা চলছেই। এসবের মাঝেও বীরেনেদ্র সেওয়াগের মুখে লোকেশ রাহুলকে নিয়ে আসার সুরই শোনা গেল। তাঁর মতে গত ম্যাচের পারফর্ম্যান্সই লোকেশ রাহুলকে এবার আত্মবিশ্বাস যোগাবে। ফর্মে ফেরার এটাই নাকি ইঙ্গিত।
গতবারের আইপিএলের লখনউ সুপার জাায়ান্টসের অধিনায়কের দায়িত্ব উঠেছিল লোকেশ রাহুলের কাঁধে। গতবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর বাত ধরেই সেবার আইপিএলের প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই মঞ্চেই ব্যাট হাতে অসাধারণ ফর্মে চিলেন লোকেশ রাহুলও। ভারতীয় ব্যাটার হিসাবে সেবার তাঁর ব্যাটেই এসেছিল জোড়ো সেঞ্চুরী। সুধু তাই নয় সেবার াইপিএলের ম়্চে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০ রানের গন্ডী টপকেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কিন্তু এবারের আইপিএলে সেভাবে শুরুটা করতে পারেননি তিনি।
গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৪ রান করেছিলেন লোকেশ রাহুল
এবারের আইপিেলের প্রথম ্ময়াচ থেকেই লোকেশ রাহুলকে ব্যর্থ হতে দেখা গিয়েছে। অবশেষে পঞ্জাব কিংসের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম রান পেয়েছেন লোকেশ রাহুল। যদিও সেই ম্যাচে খানকটা ধীর গতিতেই রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। ৭৪ রকানের ইনিংস খেলেই সেই ম্যাচে থামতে হয়েছিল লোকেশ রাহুলকে। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচে জিততে পারেনি তারা। কিন্তু এই রানই লোকেশ রাহুলকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।
বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “লোকেশ রাহুল ফর্মে ফিরছেন। গত ম্যাচেই তিনি রান পেয়েছেন। হ্যাঁ অবশ্যই তাঁর এই মুহূর্তে যে স্ট্রাইকরেট রয়েছে তা সকলেকর প্রত্যাপূরম করতে পারছে না। কিন্তু লোকেশ রাহুলের রানে ফেরাটা কিন্তু তাঁর ফর্মে ফেরার একটা ইঙ্গিত দিচ্ছে। ট্রেন্ট বোল্ট ছাড়া েবার রাজস্থান রয়্যালসের সেভাবে তেমন কোনও শক্তিশালী পেসার নেই। যদিও ট্রেন্ট বোল্ট যেকোনও মুহূর্তেই তাঁর ভয়ঙ্কর পেস কাজে লাগাতে পারেন। তাদের দলে অবস্য ভয়ঙ্কর স্পিনাররা রয়েছেন। যদি লোকেশ রাহুল ক্রিজে দীর্ঘক্ষণ থাকেন তবে তাদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখাতেই পারবেন”।
বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্টস। শীর্ষস্থান দখলের লড়াই হবে তাদের মধ্যে। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এদিন রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে বনামবে লখনউ সুপার জায়ান্টস। সেখানেই লোকেশ রাহুল সফল হতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post লোকেশ রাহুলের ফর্মে ফেরা নিয়ে আশাবাদী বীরেন্দ্র সেওয়াগ appeared first on CricTracker Bengali.