BJ Sports – Cricket Prediction, Live Score

লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যপারে আশাবাদী জেমস অ্যান্ডারসন

 লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যপারে আশাবাদী জেমস অ্যান্ডারসন

#image_title

James Anderson. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের মঞ্চে নেমেছে ইংল্যান্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতবারের হারের  প্রতিশোধ নিতে মরিয়া হয়ে রয়েছে ব্রিটিশ শিবির।  কিন্তু শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই হারের পর থেকে কম সমালোচনা হচ্ছে না। বিশেষ করে বেন স্টোকসের প্রথম ইনিংসে ডিক্লেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশী সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার বিশেষজ্ঞরা। তবে লর্ডস টেস্ট থেকেই ঘুরে দাঁড়ানোর ব্যপারে আশাবাদী জেমস অ্যান্ডারসন।

আগামী ২৮ জুন দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড। সেই ম্যাচে নামার আগেই জেমস অ্যান্ডারসনের মুখে আত্মবিশ্বাসের সুর। সেইসঙ্গে দ্বিতীয় ম্যাচে যে ইংল্যান্ডের ক্রিকেটাররা আরও বেশী আগ্রাসী থাকবে তা বলতেও দ্বিধা করেননি জেমস অ্যান্ডারসন। এজবাস্টনে প্রথম ইনিংসে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত সেই ধারা ধরে রাখতে পারেনি ব্রিটিশ বাহিনী। অস্ট্রেলিয়ার দুরন্ত কামব্যাকের সামনে পিছুহটেেতেই হয়েছিল ব্রিটিশ বাহিনীকে। যদিও তাদের হাতে এখনও অনেকটাই সময় রয়েছে।

এই মুহূর্তে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ০-১-এ পিছিয়ে রয়েছে ইংল্যান্ড

ঘরের মাঠে অ্যাশেজে জয় পাওয়ার জন্য এই মুহূর্তে মরিয়া হয়ে রয়েছে ব্রিটিশ বাহিনী। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। লর্ডসের মাঠে বরাবরি ইংল্যান্ডের পরিসংখ্যান ভাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে সেটাই ইংল্যান্ডের ক্রিকেটারদের একটা আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই চলছে নানান হিসাব নিকাশও। ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে বেশ কয়েকদিন দরে নানান সমালোচনা চলছে। দ্বিতীয় ম্যাচেও যে ইংল্যান্ডের অন্যতম অ্স্ত্র এই ক্রিকেট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, “আমি মনে করি এই ম্যাচে আমরা আরও ইতিবাচক মনোভাব নিয়ে নামব। সেইসঙ্গে আরও বেশী আগ্রাসী থাকব আমরা। সেইসঙ্গে সকলকে ভাল ক্রিকেটও উপহার দেব আমরা। সেইসঙ্গে মরা সবসময়  চেষ্টা করব লর্ডস থেকে বাড়ি ফেরার সময় সকল সমর্থক যেন খুশি মনে বাড়ির রাস্তায় ফিরতে পারে”।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার থেকে ১-০-এ পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তাদের খেলার পরিকল্পনা থেকে ধরণ নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। লর্ডসে দ্বিতীয় ম্যাচেও যে সেই ধারা ব্রিটিশ বাহিনী ধরে রাখতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই নিয়েই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। লর্ডসের বাইশগজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ফের নিজেদের ফর্মে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

The post লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যপারে আশাবাদী জেমস অ্যান্ডারসন appeared first on CricTracker Bengali.

Exit mobile version