BJ Sports – Cricket Prediction, Live Score

লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে শাহরুখ খানের খেলা ইনিংসের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে

 লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে শাহরুখ খানের খেলা ইনিংসের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে

#image_title

Anil Kumble (Image Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২১ তম ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ২ উইকেটে পরাজিত করেছিল পাঞ্জাব কিংস (পিবিকেএস)। চোটের কারণে শিখর ধাওয়ান খেলতে না পারায় পিবিকেএসকে এই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম কারান। এই ম্যাচে ১০ বলে অপরাজিত ২৩ রানের একটি সুন্দর ইনিংস খেলে পাঞ্জাব কিংসকে জিততে সাহায্য করেন শাহরুখ খান। তার এই ইনিংসের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।

তিনি বলেছেন যে শাহরুখ হলেন একজন ফিনিশার এবং তামিলনাড়ুর হয়ে তিনি সেই ভূমিকাই পালন করেন। শাহরুখের এই ইনিংস দেখে তার ভালো লেগেছে বলে জানিয়েছেন অনিল কুম্বলে।

অনিল কুম্বলে জিও সিনেমাতে বলেন, “তিনি একজন ফিনিশার। তিনি তামিলনাড়ুর জন্য যে ম্যাচগুলি খেলেছেন তাতে তিনি এই ভূমিকাই পালন করেছেন এবং তাকে ম্যাচ শেষ করতে দেখে সত্যিই ভালো লেগেছিল। আগের ম্যাচেও শেষের দিকে তার ক্যামিও ছিল। কিন্তু এই ইনিংসটি চাপের মধ্যে ছিল।”

তিনি আরও বলেন, “তাদের শেষ দুই ওভারে প্রতি ওভারে প্রায় ১০ রান করতে হত। অন্য প্রান্তে ছিলেন হারপ্রীত ব্রার এবং আগের ওভারে সিকান্দার রাজা আউট হয়ে গিয়েছিলেন। পাঞ্জাবের হয়ে ম্যাচ শেষ করার ক্ষেত্রে তার ২৩ রানের ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটি তাকে টুর্নামেন্টের শেষার্ধে অনেক আত্মবিশ্বাস দেবে।”

লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে একটি অসাধারণ ইনিংস খেলেন সিকন্দর রাজা

পাঞ্জাব কিংসকে এই ম্যাচটি জেতানোর পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন সিকন্দর রাজা। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে লখনউ সুপার জায়ান্টাস। কেএক রাহুল এই ম্যাচে ভালো রান পেয়েছিলেন। তিনি ৫৬ বলে ৭৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়। অধিনায়ক স্যাম কারান ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

এই ম্যাচে সিকন্দর রাজা ৪১ বলে ৫৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়। বল হাতে ১টি উইকেটও নিয়েছিলেন রাজা। তিনি এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পান। ১৮ই এপ্রিল, মঙ্গলবার নিজেদের পরবর্তী ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ।

The post লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে শাহরুখ খানের খেলা ইনিংসের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে appeared first on CricTracker Bengali.

Exit mobile version